Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২১, ২০২৩

একের পর এক ম্যাচ হেরে সম্মান বাঁচানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের কাছে

একের পর এক ম্যাচ হেরে সম্মান বাঁচানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের কাছে

একের পর এক ম্যাচে হার। চলতি আইএসএলে এখন সম্মান বাঁচানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের কাছে। শুক্রবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি–র কাছে হারতে হল ২–০ ব্যবধানে। তিন কাঠির নিচে কমলজিৎ সিং অপ্রতিরোধ্য না হয়ে উঠলে ব্যবধান আরও বাড়ত।
এদিন শুরু থেকেই ইস্টবেঙ্গলের ওপর ঝাঁপিয়ে পড়ে হায়দরাবাদ। ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় হায়দরাবাদ। বোরহা হেরেরার ভাসানো সেন্টার থেকে হেডে গোল করে জেভিয়ের সিভেরিও। ১৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল হায়দরাবাদের সামনে। নিখিল পুজারির কাছ থেকে বল পেয়ে গোললক্ষ্য করে শট নিয়েছিলেন সিভেরিও। দারুণ দক্ষতায় বাঁচান কমলজিৎ। শুরুর চাপ সামলে আস্তে আস্তে খেলায় ফেরে ইস্টবেঙ্গল। ২৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল। ভিপি সুহেরের হেড বারের ওপরের দিকে লাগে। হেডটা একটু নিচে থাকলে গোল পেতেন সুহের। ৩৮ মিনিটে আবার ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল হায়দরাবাদের সামনে। রোহিত দানুর শট বাঁহাতে দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন কমলজিৎ। প্রথমার্ধে বাকি সময়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতেও গোল তুলে নিতে পারেনি।
প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে অন্যরকম মনে হচ্ছিল। ক্লেইটন, মহেশরা বারবার হায়দরাবাদ বক্সে হানা দিচ্ছিলেন। ৪৯ মিনিটে ক্লেইটনের সামনে সুযোগ এসে গিয়েছিল। কিন্তু বল তিনকাঠিতে রাখতে পারেননি। ৬৫ মিনিটে ওগবেচের শট কর্ণারের বিনিময়ে বাঁচান কমলজিৎ। ৭৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। মহেশ সিংয়ের সেন্টার সুমিত পাসি পা ছোঁয়াতে পারেননি। ৮৯ মিনিটে রবির শট আটকান কমলজিৎ সিং। ম্যাচের ইনজুরি সময়ে ২–০ করেন অ্যারন সিলভা। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি–র (‌৩৯ পয়েন্ট)‌ আরও কাছে পৌঁছে গেল। অন্যদিকে, ১৪ ম্যাচে ১২ পয়েন্টেই আটকে রইল ইস্টবেঙ্গল।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!