শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আইএসএলে শেষ ছয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিততেই হত ইস্টবেঙ্গলকে। কিন্তু ৩–৩ ড্র করে লালহলুদের ক্ষীণ আশাও শেষ হয়ে গেল। দু–দুবার এগিয়ে গিয়েও জয় অধরা থেকে গেল ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন ক্লেইটন সিলভা। একটা গোল জেক জার্ভিসের।
এদিন শুরু থেকেই নর্থ–ইস্ট ইউনাইটেডের ওপর ঝাঁপিয়ে পড়েছিল লাল–হলুদ ব্রিগেড। ম্যাচের ১০ মিনিটে গোলও তুলে নেয়। ডানদিক থেকে সেন্টার করেছিলেন জেরি লালরিনজুয়ালা। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বিনা বাধায় হেড করে দলকে এগিয়ে দেন ক্লেইটন সিলভা। ২৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। সে যাত্রায় নর্থ–ইস্টকে বাঁচান গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।
৩০ মিনিটে সমতা ফেরায় নর্থ–ইস্ট ইউনাইটেড। বল ধরে বাঁদিক থেকে উঠে এসে সেন্টার করেন নাগেসপাম সিং। ইস্টবেহ্গলের এক ডিফেন্ডারের মাথায় লেগে বল যায় পার্থিব গগৌইয়ের কাছে। তিনি বাঁপায়ের শটে গোল করে সমতা ফেরান। ২ মিনিট পরেই এগিয়ে যায় নর্থ–ইস্ট ইউনাইটেড। রোমেনের পাস থেকে ২–১ করেন জিতিন এম এস। প্রথমার্ধের ইনজুরি সময়ে দুরন্ত ব্যাকভলিতে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান জেক জার্ভিস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলের ওপর ঝাঁপিয়ে পড়ে নর্থ–ইস্ট ইউনাইটেড। ৫১ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু সুবিধাজনক জায়গায় পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন জিতিন। ৬৩ মিনিটে আবার এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ডানদিক থেকে ভেসে আসা সেন্টারে হেড করতে উঠেছিলেন ক্লেইটন সিলভা। তাঁকে পেছন থেকে ধাক্কা দেন প্রজ্ঞান গগৌই। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ৩–২ করেন ক্লেইটন। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে নর্থ–ইস্ট। ৮৫ মিনিটে গনি নিজামের পাস থেকে ৩–৩ করেন ইমরান খান। এক মিনিট পরেই জেতার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। জর্ডনের শট এক হাতে ফিস্ট করে নিশ্চিত গোল বাঁচান নর্থ–ইস্ট গোলকিপার অরিন্দম। একইসঙ্গে প্রথম ছয়ে থাকার ক্ষীণ আশাও শেষ হয়ে গেল লালহলুদের।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34