- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৭, ২০২২
ঘরের মাঠে আবার হারল ইস্টবেঙ্গল, এবার মুম্বইয়ের কাছে

প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলার চোটের কবলে। শুক্রবার মুম্বই সিটি এফ সি–র বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের ওপর ভরসা করতে হয়েছিল ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইনকে। রিজার্ভ বেঞ্চ একেবারেই ভরসা দিতে পারল না। চলতি মরশুমে ঘরের মাঠে আরও একবার লজ্জার মুখে পড়তে হল ইস্টবেঙ্গলকে। এবার মুম্বই সিটি এফসি–র কাছে হার ৩–০ ব্যবধানে। মুম্বইয়ের বিরুদ্ধে এদিন খুঁজেই পাওয়া গেল না ইস্টবেঙ্গলকে।
এদিন ম্যাচের শুরু থেকেই লাল–হলুদের ওপর ঝাঁপিয়ে পড়ে মুম্বই। ৪ মিনিটেই এগিয়ে যেতে পারত। গ্রেগ স্টুয়ার্ট লাল–হলুদ গোলকিপার কমলজিৎকে পরাস্ত করে প্রায় গোললাইন পেরিয়ে গিয়েছিলেন। সঠিক সময়ে গোললাইনের কাছ থেকে বল ক্লিয়ার করেন অঙ্কিত মুখার্জি। শুরু থেকেই মুম্বই বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিল ইস্টবেঙ্গল বক্সে। কিন্তু তিনকাঠি খুঁজে পাচ্ছিল না। অবশেষে ২৬ মিনিটে এগিয়ে যায়। গ্রেগ স্টুয়ার্টের ডিফেন্স চেরা থ্রু পাস থেকে কমলজিৎ সিংকে পরাস্ত করে মুম্বই সিটি এফসি–কে এগিয়ে দেন আপুইয়া।
দ্বিতীয়ার্ধেও মুম্বইয়ের দাপট ছিল। ৫০ মিনিটে বক্সের মাথা থেকে ডান পায়ের কোনাকুনি শটে ২–০ করেন গ্রেগ স্টুয়ার্ট। বল কমলজিতের হাতে গেলে গোলে ঢুকে যায়। এই গোলের ক্ষেত্রে লাল–হলুদ গোলকিপারকে দায়ী করা যায়। ৫৫ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মুম্বই। বাঁদিক থেকে বল বাঁড়িয়েছিলেন বিপিন। ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন জর্জ দিয়াজ। ৩–০ করতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মুম্বইকে। ৫৯ মিনিটে জর্জ দিয়াজের পাস থেকে দুজন ফুটবলারকে ড্রিবল করে ৩–০ করেন আপুইয়া।
৬৮ মিনিটে মুম্বইয়ের গোল লক্ষ্য করে প্রথম শট ইস্টবেঙ্গলের। আলেয়ান্দ্রোর শট মোর্তাদা ফল আটকে দেন। ৮৩ মিনিটে তুহিন দাসের বাঁপায়ের একটা শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোলের সুযোগ এসে গিয়েছিল অ্যালেক্স লিমার সামনে। তাংর হেড বাইরে যায়। পরের দিকেও মু্ম্বইয়ের দাপট অব্যাহত ছিল। লাল–হলুদ গোলকিপার কমলজিৎ সিং শেষ দিকে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। ৮৯ মিনিটে জেরি নিজেদের বক্সে বিক্রান্তকে ফাউল করলে পেনাল্টি পায় মুম্বই সিটি এফসি। গুরকীরত সিং বারের ওপর দিয়ে উড়িয়ে দেন। টানা দু’ম্যাচ হেরে লিগ টেবিলের আট নম্বরেই রইল ইস্টবেঙ্গল।
❤ Support Us