Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৫, ২০২৩

রক্ষণের ভুলে জয়ের সরণিতে ফেরা হল না ইস্টবেঙ্গলের

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্ষণের ভুলে জয়ের সরণিতে ফেরা হল না ইস্টবেঙ্গলের

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে শনিবার চেন্নাইন এফসি–র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। চেন্নাইনের সঙ্গে ড্র করেই ফিরতে হচ্ছে লালহলুদ ব্রিগেডকে। ম্যাচের ফল ১–১। রক্ষণের ভুলেই জয়ের সরণিতে ফেরা হল না ইস্টবেঙ্গলের।

তিন সপ্তাহের বিশ্রাম কাটিয়ে এদিন মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। লক্ষ্য ছিল চেন্নাইনের মাঠে তাদের বধ করে ৩ পয়েন্ট ঘরে তোলা। সেই লক্ষ্যেই এদিন আক্রমণাত্মক দল সাজিয়েছিলেন লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। শুরু থেকেই বিপক্ষের বক্সে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন ক্লেইটন সিলভা, মহেশ সিং, বিষ্ণু কেপিরা। কুয়াদ্রাতের এদিন চমক ছিল কলকাতা লিগে ভাল খেলা কেরলিয়ান স্ট্রাইকার বিষ্ণুকে প্রথম একাদশে নামানো।

বিষ্ণু ও ক্লেইটন সিলভার গতিশীল ফুটবলে চাপে পড়ে গিয়েছিল চেন্নাইন ডিফেন্স। বেশ কয়েকটি সুযোগও তৈরি হয়। কিন্তু পেনিট্রেটিভ জোনে ক্লেইটনরা ব্যর্থ হওয়ায় গোল আসছিল না। অবশেষে ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিষ্ণুর মাটি ঘেঁষা পাস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন চেন্নাইনের আয়ুষ অধিকারী। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে চেন্নাইন এফসি। ৪০ মিনিটে সমতা ফেরানোর সুযোগও পায়। কিন্তু জর্ডন মারের প্রচেষ্টা দারুণ দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন লালহলুদ গোলকিপার প্রভসুখন গিল। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে ১–০।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের খেলায় সেই আক্রমাত্মক মেজাজ দেখা যায়নি। বরং ম্যাচের গতি অনেকটাই স্লথ হয়ে যায়। অন্যদিকে মরিয়া হয়ে ওঠে চেন্নাইন এফসি। ৭৫ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল চেন্নাইনের কাছে। সহজ সুযোগ নষ্ট করেন ইরফান ইয়াদওয়াদ। অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্ডার পার্দোর ভুলে সমতা ফেরায় চেন্নাইন।

পার্দোর ভুল পাস ধরে ক্রিভেলারো বল দেন মিতেইকে। বল জালে পাঠাতে ভুল করেননি মিতেই। আর সেখানেই ইস্টবেঙ্গলের জয়ের আশা শেষ হয়ে যায়। ম্যাচের একেবারেই অন্তিম লগ্নে লাল কার্ড দেখেন চেন্নাইন এফসি–র এডওয়ার্ডস। শেষ কয়েক মিনিট বিপক্ষকে ১০ জন পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানেই থাকল লালহলুদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!