Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৯, ২০২৩

সমস্যা নিয়েই আজ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
সমস্যা নিয়েই আজ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল

আগের ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছে ইস্টবেঙ্গল। আজ ঘরের মাঠে সামনে পাঞ্জাব এফসি। ধারাবাহিকতা ধরে রেখে ৩ পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য ইস্টবেঙ্গলের।  কিন্তু পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগে বড় ধাক্কা লাল হলুদ শিবিরে। চোটের জন্য খেলতে পারবেন না হরমনজ্যোত খাবরা। বোরহা হেরেরাকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে চোট পান হরমনজ্যোত খাবরা। মাঠ ছাড়ার সময়ই বোঝা গিয়েছিল চোট যথেষ্ট গুরুতর। ডাগআউটে ব্যান্ডেজ বেঁধে বসেছিলেন। ক্রাচ নিয়ে স্টেডিয়াম ছেড়েছিলেন খাবরা। পরীক্ষার পর জানা গিয়েছে খাবরার লিগামেন্ট ছিঁড়েছে। সম্ভবত বাকি মরশুমে আর খেলতে পারবেন না। বোরহা হেরেরাও নর্থ-ইস্ট ম্যাচে চোট পান। বল দখলের লড়াইয়ে মাথায় চোট পেয়েছিলেন। কনকাশনও পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পরই তুলে নেওয়া হয় বোরহাকে। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগে লালহলুদ শিবিরকে ভাবাচ্ছে ধারাবাহিকতার অভাব। ভাল শুরু করেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। পরপর ৩ ম্যাচে হার। তারপর ড্র। শেষ ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে অবশ্য উড়িয়ে দিয়েছে। ঘরের মাঠে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগে লালহলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, ‘আগের ম্যাচের ফলাফল দলের ফুটবলারদের মানসিকভাবে খুব শক্তিশালী রেখেছে। তবে নর্থ-ইস্ট ম্যাচ আমাদের কাছে এখন অতীত। পাঞ্জাব এফসি ম্যাচ থেকেও আমাদের পুরো পয়েন্ট ঘরের তুলতে হবে। প্রতিটা ম্যাচের জন্য আলাদা আলাদা পরিকল্পনা থাকে। পাঞ্জাব ম্যাচের জন্যও আলাদা পরিকল্পনা করেছি।’

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে কার্লেস কুয়াদ্রাত বলেছিলেন, তাঁর লক্ষ্য পরপর দুটি ম্যাচ জিতে প্রথম ছয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখা। লক্ষ্যে একধাপ এগিয়েছেন। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ নম্বরে আছে লালহলুদ। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে জিতলে প্রথম ছয়ে ঢুকে পড়বে ইস্টবেঙ্গল। যদিও কোচ কার্লোস কুয়াদ্রাত বলছেন, ‘আমাদের লক্ষ্য কালকের ম্যাচে তিন পয়েন্ট। ঘরের মাঠে সমর্থকদের সামনে পুরো পয়েন্ট সংগ্রহ করাই আমাদের লক্ষ্য। পয়েন্ট টেবিল নিয়ে এখনই ভাবছি না।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!