- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৫, ২০২৩
অসংখ্য সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

আগের তিনবছর আইএসএলের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। এবছর পরিসংখ্যান বদলে দেওয়ার কথা বলেছিলেন লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। মরশুম বদলালেও ইস্টবেঙ্গলের কোনও পরিবর্তন নেই। ঐতিহ্য বজায় রাখল লালহলুদ ব্রিগেড। অতীতের মতো এবছরও আইএসএলের প্রথম ম্যাচেই জয় অধরা ইস্টবেঙ্গলের। জামশেদপুর এফসি–র বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য। অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হল লালহলুদ ব্রিগেডকে।
চোট পেয়ে গোটা মরশুম থেকে ছিটকে গেছেন জর্ডান এলসে। এশিয়ান গেমস খেলতে লালচুংনুঙ্গা চীনে। রক্ষণে চমক লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের। পার্ডোর সঙ্গে স্টপারে হরমোনজ্যোৎ সিং খাবরা। আগের তিনবারে প্রথম ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। পরিসংখ্যান বদলে দিতে মরিয়া ছিলেন ফুটবলাররা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল। দুই উইং দিয়ে বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিল লালহলুদ ব্রিগেড। ম্যাচের ৩০ মিনটের পর থেকে লালহলুদের আক্রমণের ঝড় আছড়ে পড়ছিল জামশেদপুর রক্ষণে। একের পর এক গোলের সুযোগ তৈরি হয়। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিলেন না সিভেরিও, বোরহারা।
৩৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন সিভেরিও। মন্দার রাও দেশাইয়ের গোলের ঠিকানা লেখা পাস। পা ছোংয়ালেই গোল। পারেননি সিভেরিও। ৪৩ মিনিটে বোরহার শট আটকে দলের নিশ্চিত পতন রোধ করেন জামশেদপুর গোলকিপার রেহেনেশ। পরে মহেশ সিংয়ের শটও দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান। প্রথমার্ধে বেশ কয়েকটা শট বাঁচান রেহেনেশ।
সিভেরিও, বোরহাদের ব্যর্থতা দেখে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ক্লেইটন সিলভাকে মাঠে নিয়ে আসেন কুয়াদ্রাত। সিভেরিও, ক্লেইটনের সামলাতে হিমসিম খায় জামশেদপুর রক্ষণ। বেশ কয়েকটা সুযোগও তৈরি হয়। কিন্তু কাজে লাগাতে পারেননি। জামশেদপুর এফসি বিক্ষিপ্ত লগ্নে আক্রমণে উঠে এলেও সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ম্যাচ গোলশূন্যভাবেই শেষ হয়।
❤ Support Us