Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৫, ২০২৩

‌রাজ্য ক্রীড়া দপ্তরের আপত্তিতে স্থগিত ২৮ অক্টোবরের ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রাজ্য ক্রীড়া দপ্তরের আপত্তিতে স্থগিত ২৮ অক্টোবরের ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি

পিছিয়ে গেল আইএসএল ডার্বি। একই সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হল ইস্টবেঙ্গল–এফসি গোয়া ম্যাচও। বৃহস্পতিবার আইএসএল আয়োজক কমিটির পক্ষ থেকে তিনটি ম্যাচের সূচি বদলানোর কথা জানানো হয়েছে। মু্ম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি ম্যাচের দিন ও স্থান একই থাকলেও পরিবর্তন করা হয়েছে সময়।
২৮ অক্টোবর বিধাননগরের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে ইস্টবেঙ্গল–মোহনবাগান ম্যাচ হওয়ার কথা ছিল। পুজোর ছুটির মধ্যে এই ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি রাজ্য ক্রীড়া দপ্তর। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যানমন্ত্রী অরূপ বিশ্বাস আগেই জানিয়ে দিয়েছিলেন, রাজ্যে পুজোর ছুটির দিনগুলিতে কোনও ম্যাচ আয়োজন করা যাবে না। কারণ ম্যাচের দিনগুলিতে ক্রীড়া দফতরের আধিকারিকদের গুরুত্বপূর্ম ভূমিকা থাকে। পুজোর ছুটির দিনগুলিতে তাঁদের ছুটি বাতিল করে ম্যাচ আয়োজন করার অনুমতি দেয়নি রাজ্য ক্রীড়া দপ্তর। তাই ২৮ অক্টোবরের মোহনবাগান–ইস্টবেঙ্গল ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে। দিন পরে জানানো হবে।
এই ম্যাচ স্থগিত রাখার পাশাপাশি ২১ অক্টোবর ইস্টবেঙ্গল–এফসি গোয়া ম্যাচ কলকাতা থেকে ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিবর্তে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। রাত ৮টার পরিবর্তে এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। মু্ম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি ম্যাচের দিন ও স্থান একই থাকলেও সময় পরিবর্তন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার পরিবর্তে ৮ টায় শুরু হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!