- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৭, ২০২৩
ঘোষিত হল আইএসএলের সূচি, ২৮ অক্টোবর কলকাতা ডার্বি

এবছর ভারতে অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগেই ঢাকে কাঠি পড়ছে আইএসএলের। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের সবথেকে হাইপ্রোফাইল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। কোচিতে হবে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ। ২৮ অক্টোবর কলকাতা ডার্বি। যুবভারতীতে মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এটা মোহনবাগানের হোম ম্যাচ।
গত বছর ১১টি দলকে নিয়ে আইএসএল অনুষ্ঠিত হয়েছিল। এবছর ১২টি দল অংশ নিচ্ছে। নতুন দল পাঞ্জাব এফসি। ২১ তারিখ আইএসএলের উদ্বোধন হলেও কলকাতায় প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর। যুবভারতীতে ঘরের মাঠে মোহনবাগান খেলবে পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। প্রতিপক্ষ জামশেদপুর এফসি।
আপাতত ২৯ ডিসেম্বর পর্যন্ত আইএসএলের সূচি ঘোষণা করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রথম পর্বের সূচি। মোহনবাগানের ম্যাচগুলি: ২৭ সেপ্টেম্বর–বেঙ্গালুরু এফসি (যুবভারতী), ৭ অক্টোবর– চেন্নাইন সিটি এফসি (চেন্নাই), ২৮ অক্টোবর–ইস্টবেঙ্গল (যুবভারতী), ১ নভেম্বর– জামশেদপুর এফসি (জামশেদপুর), ২ ডিসেম্বর– হায়দরাবাদ এফসি (হায়দরাবাদ), ৬ ডিসেম্বর–ওডিশা এফসি (যুবভারতী), ১৫ ডিসেম্বর– নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি), ২০ ডিসেম্বর–মুম্বই সিটি এফসি (মুম্বই), ২৩ ডিসেম্বর–এফসি গোয়া (যুবভারতী), ২৭ ডিসেম্বর– কেরালা ব্লাস্টার্স (যুবভারতী)।
ইস্টবেঙ্গলের ম্যাচগুলি: ৩০ সেপ্টেম্বর–হায়দরাবাদ এফসি (যুবভারতী), ৪ অক্টোবর–বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু), ২১ অক্টোবর–এফসি গোয়া (যুবভারতী), ২৮ অক্টোবর– মোহনবাগান (যুবভারতী), ৪ নভেম্বর–কেরালা ব্লাস্টার্স (যুবভারতী), ২৫ নভেম্বর–চেন্নাইন সিটি এফসি (চেন্নাই), ৪ ডিসেম্বর–নর্থইস্ট ইউনাইটেড (যুবভারতী), ৯ ডিসেম্বর–পাঞ্জাব এফসি ( যুবভারতী), ১৬ ডিসেম্বর–মুম্বই সিটি (মুম্বই), ২২ ডিসেম্বর–ওড়িশা এফসি (যুবভারতী)। এবারের আইএসএলের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ভায়াকম ১৮। স্পোর্টস ১৮ চ্যানেলে সব ম্যাচ দেখা যাবে। ডবল হেডারের ম্যাচ থাকলে প্রথম ম্যাচ বিকেল সাড়ে ৫টায় শুরু হবে। বাকি সব ম্যাচ রাত ৮টা থেকে।
❤ Support Us