- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৭, ২০২৩
টানা তিন ম্যাচে জয়, মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া

গত মরশুমে আইএসএলে দুটি সাক্ষাৎকারেই চেন্নাইন এফসি–র বিরুদ্ধে জয় আসেনি। ঘরের মাঠে অপ্রত্যাশিত হার। অ্যাওয়ে ম্যাচে কোনও রকমে ড্র। এবছর সুদেআসলে মিটিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল সবুজমেরুণ ব্রিগেড। চেন্নাইন এফসি–কে হারাল ৩–১ ব্যবধানে। মোহনবাগানের হয়ে গোলগুলি করেন পেত্রাতোস, কামিন্স ও মনবীর। তিনটি গোলের পেছনেই সাহাল আব্দুল সামাদের অবদান।
চলতি মরশুমে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে জুয়ান ফেরান্দোর দল। ডুরান্ড কাপের গ্রুপ লিগে ইস্টবেঙ্গলের কাছে হার। তারপর থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত। আইএসএলে টানা তিন ম্যাচে জয় তুলে নিল মোহনবাগান। প্রতিটা ম্যাচেই দলের আক্রমণভাগই পার্থক্য গড়ে দিচ্ছে। দলে গোল করার মতো একাধিক ফুটবলার। এটাই স্বস্তি জুয়ান ফেরান্দোর কাছে। কাকে ছেড়ে কাকে খেলাবেন, এটাই ভেবে পাচ্ছেন না মোহনবাগান কোচ।
শনিবার চেন্নাইন এফসি–র বিরুদ্ধে জেসন কামিন্সের সঙ্গে সামনে রেখেছিলেন দিমিত্রি পেত্রাতোসকে। আর্মান্দো সাদিকুর প্রথম একাদশে জায়গা হয়নি। হুগো বুমোসকে পেছনে। ত্রিভূজ আক্রমণে শুরু থেকেই দিশেহারা চেন্নাইন। ২২ মিনিটে ডানদিক থেকে ভেসে আসা সাহাল আব্দুল সামাদের সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান বাড়ায় মোহনবাগান। সাহালের শট এক চেন্নাইয়ের এক ডিফেন্ডারের পায়ে লেগে কামিন্সের কাছে যায়। জোরালো শটে ২–০ করেন কামিন্স।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে চেন্নাইন এফসি। ৫০ ও ৫২ মিনিটে রহিম আলির সামনে দু–দুবার গোল করার সুযোগ এসেছিল। কাজে লাগাতে পারেননি। আক্রমণ বজায় রেখে অবশেষে ৫৫ মিনিটে ব্যবধান কমায় চেন্নাইন এফসি। ফ্রিকিক থেকে গোল করেন ক্রিভেলারো। ১ মিনিট পরেই মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান মনবীর সিং। সাহালের কাছ থেকে বল পেয়ে গোল করেন তিনি। ৬৩ মিনিটে আনোয়ার, বুমোস ও কামিন্সকে তুলে গ্লেন, হেক্টর ও সাদিকুকে নামান জুয়ান ফেরান্দো। শেষ দিকে চাপ বজায় রাখলেও গোল সংখ্যা আর বাড়াতে পারেনি মোহনবাগান।
❤ Support Us