Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২, ২০২৩

হায়দরাবাদকে হারিয়ে টানা ৫ ম্যাচ জিতে আইএসএলে নজির গড়ল মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
হায়দরাবাদকে হারিয়ে টানা ৫ ম্যাচ জিতে আইএসএলে নজির গড়ল মোহনবাগান

ম্যাচ ক্রমশ ড্রয়ের দিকে এগোচ্ছিল। এমন সময়ই জ্বলে উঠলেন ব্রেন্ডন হ্যামিল। বাঁদিক থেকে আসা থ্রু বল ধরে হায়দরাবাদ এফসি–র জালে জড়াতেই স্বস্তির নিঃশ্বাস মোহনবাগান রিজার্ভ বেঞ্চে। হায়দরাবাদ এফসি–কে ২–০ ব্যবধানে হারিয়ে আইএসএলে টানা পঞ্চম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। একই সঙ্গে এএফসি কাপে হারের ধাক্কা কাটিয়ে আবার জয়ের রাস্তায় ফিরে এল।
বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ওডিশা এফসি–র  কাছে পরপর দু’‌ম্যাচ হেরে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে এদিন জুয়ান ফেরান্দোর দলের কাছে ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। প্রথমার্ধে মোহনবাগানের খেলা দেখে মনে হয়নি হায়দরাবাদের বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট ঘরে তুলতে পারবে। যদিও ম্যাচের শেষলগ্নে জোড়া গোল তুলে নিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলল সবুজমেরুণ ব্রিগেড।
চোটের জন্য দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংরা ছিলেন না। জেসন কামিন্সও নিজের সেরা ছন্দে নেই। আর্মান্দো সাদিকুও বেশ কয়েকটা ম্যাচে দলকে ভরসা দিতে পারেননি। তাই আক্রমণভাগে এদিন পরিবর্তন করেন ফেরান্দো। জেসন কামিন্সের সঙ্গে জুড়ে দেন কিয়ান নাসিরি ও নবীনকে। তাতেও মোহনবাগানকে চেনা ছন্দে দেখা যায়নি। তার মাঝেই প্রথমার্ধে দু’‌দুবার গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। ২৬ মিনিটে বক্সের মাথা থেকে জোরালো শট নিয়েছিলেন সাহাল আব্দুল সামাদ। তাঁর সেই শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান হায়দরাবাদ গোলকিপার গুরমিত সিং। মিনিট তিনেক পরই লিস্টন কোলাসোর ফ্রিকিক বার ছুঁয়ে বেরিয়ে যায়।
অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে গোল করে জুয়ান ফেরান্দোকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেন ব্রেন্ডন হ্যামিল। ম্যাচের ইনজুরি সময়ের ৬ মিনিটের মাথায় বক্সের মাথা থেকে জোরালো শটে ২–০ করেন আশিস রাই। এই জয়ের ফলে আইএসএলের ইতিহাসে টানা ৫ ম্যাচ জিতে নজির গড়ল মোহনবাগান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!