Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৬, ২০২৩

ওড়িশা এফসি-র বিরুদ্ধে আজ প্রতিশোধের লক্ষ্যে নামছে মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
ওড়িশা এফসি-র বিরুদ্ধে আজ প্রতিশোধের লক্ষ্যে নামছে মোহনবাগান

দুটি প্রতিযোগিতা আলাদা হলেও মোহনবাগানের সামনে আজ প্রতিশোধের ম্যাচ। কিছুদিন আগেই ওড়িশা এফসি-র কাছে ৫-২ ব্যবধানে হেরে এফসি কাপ থেকে ছিটকে যেতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টসকে। সেই হারের ক্ষত এখনও শুকোয়নি। তার মাঝেই আজ আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে সবুজমেরুন ব্রিগেড। জুয়ান ফেরান্দো দলের সামনে আজ প্রতিশোধের লড়াই।

যদিও ওড়িশা এফসি-র বিরুদ্ধে এই ম্যাচ কে প্রতিশোধের লড়াই হিসেবে ভাবছে না মোহনবাগান শিবির। এমনকি আগের ম্যাচের ফলাফলও মাথায় রাখছে না মোহনবাগান হেড কোচ জুয়ান ফেরান্দো। ওই ম্যাচের ফলাফলের প্রভাবও এই ম্যাচে পড়বে না বলে তিনি মনে করছেন। মোহনবাগান শিবিরের কাছে এটা একেবারেই নতুন লড়াই। লক্ষ্য টানা সব ম্যাচ জিতে আইএসএলের রেকর্ড আরও উন্নত করা।

ওড়িশা এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেন, “আগের ম্যাচে কী হয়েছে সেটা মাথায় রাখছি না। দুটি প্রতিযোগিতা সম্পূর্ণ আলাদা। ওই ম্যাচের হার আমাদের কাছে অতীত। আশা করছি ওই ম্যাচের প্রভাব এই ম্যাচে পরবে না। সম্পূর্ণ অন্য মানসিকতা নিয়ে এই ম্যাচে মাঠে নামব। তবে আগের ম্যাচের মতো যাতে প্রতিপক্ষ ফুটবলাররা শুরু থেকেই ঘাড়ে না চেপে বসে, সেই দিকটা মাথায় রাখতে হবে।”

চোটের জন্য কয়েকটা ম্যাচে দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংকে পাননি জুয়ান ফেরান্দো। পেত্রাতোসকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও মনবীর সিংকে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলাতে পারেন মোহনবাগান কোচ। কিয়ান নাসিরির পরিবর্তে তাঁর প্রথম একাদশে জায়গা হতে পারে। অথবা পরিবর্ত হিসেবেও মনবীরকে ব্যবহার করতে পারেন। এছাড়া বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।

এএফসি কাপের ম্যাচে রয় কৃষ্ণা পার্থক্য গড়ে দিয়েছিলেন। গোল করে ও করিয়ে মোহনবাগান রক্ষণকে বিধ্বস্ত করেছিলেন সেকথা মাথায় রেখেই আজ রয় কৃষ্ণাকে কড়া নজরে রাখার পরিকল্পনা রয়েছে মোহনবাগান কোচের। এছাড়াও বাড়তি গুরুত্ব দিচ্ছেন দিয়েগো মরিসিওকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!