Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১০, ২০২৩

ঘরের মাঠে এটিকে মোহনবাগানের কাছে আটকে চাপে হায়দরাবাদ এফসি

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘরের মাঠে এটিকে মোহনবাগানের কাছে আটকে চাপে হায়দরাবাদ এফসি

আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে নিজেদের মাঠে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দাপট নিয়ে খেলেও আটকে গেল গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি। ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে দ্বিতীয় পর্বের ম্যাচ। ঘরের মাঠে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে এটিকে মোহনবাগান।
গত বছর এই হায়দরাবাদ এফসি–র কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে ৩–১ ব্যবধানে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। ঘরের মাঠে ১ গোলে দ্বিতীয় পর্বে জিতলেও ফাইনালে উঠতে পারেনি সবুজমেরুণ।
হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে আক্রমণাত্মকভাবেই শুরু করেছিল এটিকে মোহনবাগান। ম্যাচের ৩ মিনিটে হায়দরাবাদ বক্সে হানা দিয়েছিল। প্রীতম কোটালের কাছ থেকে বল পেয়ে বাঁদিক দিয়ে ঢুকে লিস্টন কোলাসো বক্সের মধ্যে হুগো বুমোসকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছিলেন। কিন্তু বুমোস বল ধরার আগেই বিপদমুক্ত করে দেন ওডেই ওনাইন্ডিয়া।
্প্রাথমিক ধাক্কা সামলে ধীরে ধীরে খেলায় ফিরে আসে হায়দরাবাদ এফসি। ৭ মিনিটে হানা দেয় এটিকে মোহনবাগান বক্সে। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে বোরহা ফার্নান্ডেজ বাড়ান হোলিচরণ নার্জারিকে। নার্জারির কাছ থেকে বল পেয়ে বাইলাইনের কাছ থেকে বিষাক্ত ক্রস করেন জোয়েল। বিশাল কাইথ কোনও রকমে পরিস্থিতি সামাল দেন।
১১ মিনিটে নিশ্চিত গোল বাঁচিয়ে দলের পতন আটকান এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। বাঁদিক থেকে আকাশ মিশ্র বল নিয়ে দেন হোলিচরণ নার্জারিকে। নার্জারি উঠে গিয়ে সেন্টার করেন। গোল লক্ষ্য করে জোরালো হেড করেছিলেন জোয়েল। বল গোলে ঢোকার মুখে ডানদিকে ঝাঁপিয়ে নিশ্চিত গোল বাঁচান এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। ৩৫ মিনিটে একটা দারুণ প্রয়াস ছিল ওডেইয়ের। তাঁর বাইসাইকেল ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। ম্যাচের ৩৮ মিনিটে হুগো বুমোসের ফ্রিকিকে হেড করেছিলেন শুভাশিস বসু। বক্সে পড়ার মুহূর্তে পা ছোঁয়ান প্রীতম কোটাল। বল বারে লেগে ফিরে আসে। বাকি সময়ে কোনও দলই আর গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। যদিও হায়দরাবাদ এফসি–র দাপট বেশি ছিল।
দ্বিতীয়ার্ধেও দুই দলই একাধিক সুযোগ নষ্ট করে। ৫৫ মিনিটে হায়দরাবাদ এফসির মহম্মদ ইয়াসিরের শট পোস্টে প্রতিহত হয়। এটিকে মোহনবাগানের আরও একটি ভালো সুযোগ নষ্ট হয় মনবীর সিংয়ের স্বার্থপরতায়। নিজে শট না নিয়ে গোলমুখে দাঁড়িয়ে থাকা হুগো বুমোস বা দিমিত্রি পেত্রাতসকে লক্ষ্য করে বলটা বাড়ালেই এগিয়ে যেতে পারতো সবুজ মেরুন। শেষের দিকে বল বেশিরভাগ নিজেদের দখলে রাখলেও গোলমুখ খুলতে পারেনি হায়দরাবাদ এফসি। এরই মধ্যে দিমিত্রি পেত্রাতস ভলিতে গোল করার চেষ্টা করলে তা রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার গুরমীত সিং। দুই দলের রক্ষণভাগই এদিন প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দিল।


  • Tags:

Read by: 82 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!