Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৪, ২০২৪

‌পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত জয় মোহনবাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত জয় মোহনবাগানের

ডুরান্ড কাপ ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের হেরে মরশুমের প্রথম ট্রফি ঘরে তোলার স্বপ্নভঙ্গ হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের। ২৩ দিনের মাথায় মধুর প্রতিশোধ। নর্থইস্ট ইউনাইটেডকে নাটকীয় ম্যাচে ৩–২ ব্যবধানে হারিয়ে আইইসএলে প্রথম জয়ের পাশাপাশই ডুরান্ড কাপে হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিল সবুজমেরুন ব্রিগেড। পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ছিনিয়ে নিল হোসে মোলিনার দল।
আগের ম্যাচে লিস্টন কোলাসো, গ্রেগ স্টুয়ার্টদের প্রথম একাদশে না রেখে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাগান কোচকে। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই ভুল করেন করেননি। এদিন শুরু থেকেই গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাসোদের মাঠে নামান মোলিনা। চেয়েছিলেন আক্রমণাত্মক ফুটবল খেলা নর্থইস্টের বিরুদ্ধে আগ্রাসী মানসিকতা বজায় রাখা। ফলে ম্যাচের প্রথম থেকেই আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে ওঠে।
নর্থইস্ট ইউনাইটেডের স্ট্র‌্যাটেজি হল শুরু থেকেই বিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে গোল তুলে নেওয়া। মোহনবাগানের বিরুদ্ধে সেই একই কৌশল। ২ মিনিটেই কাঁপুনি ধরিয়ে দিয়েছিল মোহনবাগানের। জিতিন এমএসের কাছ থেকে বল পেয়ে আলাদিন আজারাই যে শট নিয়েছিলেন, তা পোস্টে লেগে ফিরে আসে। তবে এগিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগেনি নর্থইস্টের। ৪ মিনিটেই গোল তুলে নেয়। বাঁদিক থেকে উঠে এসে আলাদিন বল বাড়িয়েছিলেন মহম্মদ আলি বেমারকে। বক্সের বাইরে থেকে ডানপায়ের শটে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন মহম্মদ।
যদিও বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি নর্থইস্ট ইউনাইটেড। ৮ মিনিটেই সমতা ফেরায়। দিমিত্রি পেত্রাতোসের ফ্রিকিক থেকে হেডে গোল করেন দীপেন্দু বিশ্বাস। এবছর মরশুমের শুরু থেকেই রক্ষণ সমস্যায় ফেলছে মোহনবাগানকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। তবে মোহনবাগানের একটাই সুবিধা আক্রমণভাগ দারুণ শক্তিশালী। ২ গোল হজম করলে ৩ গোল দেওয়ার ক্ষমতা রাখে। ২৪ মিনিটে আবার এগিয়ে যায় নর্থইস্ট। গ্রেগ স্টুয়ার্ট নর্থইস্ট গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়ে বল চলে যায় জিতিনের কাছে। দুরন্ত গতিতে আক্রমণে উঠে এসে আলাদিনের সঙ্গে পাস খেলেন। আবার জিতিনের কাছ থেকে বল পেয়ে বাঁপায়ের শটে গোল করেন আলাদিন। ৩৬ মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন মনবীর। ২ মিনিট পরই গ্রেগ স্টুয়ার্টের শট গোললাইন থেকে বাঁচান টনডোম্বা সিং। প্রথমার্ধে ২–১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠে ছাড়ে নর্থইস্ট
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াতে জেসন কামিন্স, সাহাল আব্দুল সামাদদের মাঠে নিয়ে আসেন মোলিনা। তাঁর এই সাহসী সিদ্ধান্তে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোহড়ভআঘআড়। ৬১ মিনিটে জটলার মধ্যে থেকে সমতা ফেরান শুভাশিস বসু। এদিন মোহনবাগান জার্সি গায়ে অভিষেক হল জেমি ম্যাকলারেনের। তিনি মাঠে নামার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। অবশেষে ৮৭ মিনিটে সাহাল আব্দুল সামাদের পাস থেকে বাঁপায়ের দুরন্ত শটে এবারের আইএসএলে মোহনবাগানকে প্রথম জয় এনে দেন জেসন কামিংস। জয় এলেও রক্ষণ নিয়ে থেকেই গেল মোহনবাগানের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!