- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৬, ২০২৪
ঘোষিত আইএসএলের সূচি, উদ্বোধনী ম্যাচে নামছে মোহনবাগান, ঘরের মাঠে অভিযান শুরু মহমেডানের
আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল এই মরশুমের আইএসএলের সূচি। ১৩ সেপ্টেম্বর যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গত মরশুমের লিগ–শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, ঘরের মাঠে প্রথমবার আইএসএল খেলতে নামবে মহমেডান স্পোর্টিং।
রবিবার এউএসডিএলের পক্ষ থেকে আইএসএলের সূচি ঘোষণা করা হয়েছে। এই মরশুমে কলকাতার তিন প্রধানই আইএসএল খেলবে। ফলে কলকাতার ফুটবলপ্রেমীরা বাড়তি ম্যাচ দেখার সুযোগ পাবেন। ১৩ সেপ্টেম্বর প্রথম মাঠে নামছে মোহনবাগান। অন্যদিকে, কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল নামছে পরের দিনই। ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ মহমেডান। আর মহমেডান মাঠে নামবে ১৬ সেপ্টেম্বর। কিশোর ভারতী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নর্থ–ইস্ট ইউনাইটেড।
৫ অক্টোবর আইএসএলের মিনি ডার্বি। মোহনবাগানের বিরুদ্ধে খেলবে মহমেডান। ৯ নভেম্বর আরও একটা মিনি ডার্বি। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মহামেডান। আর আইএসএলের মেগা ডার্বি ১৯ অক্টোবর। কলকাতার তিন প্রধান খেলায় এবার আইএসএলে মোট ৬টি ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে। মরশুমের প্রথম ২টি ডার্বি অক্টোবরে অনুষ্ঠিত হবে। এদিন এফএসডিএলের পুরো সূচি প্রকাশ করা হয়নি। শনি ও রবিবার দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে এবং সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে।
মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ:
১৩ সেপ্টেম্বর- মোহনবাগান এসজি বনাম মুম্বই সিটি, ২৩ সেপ্টেম্বর- মোহনবাগান এসজি বনাম নর্থ ইস্ট, ২৮ সেপ্টেম্বর- বেঙ্গালুরু বনাম মোহনবাগান এসজি, ৫ অক্টোবর- মোহনবাগান এসজি বনাম মহমেডান, ১৯ অক্টোবর- ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ৩০ অক্টোবর- হায়দরাবাদ বনাম মোহনবাগান এসজি, ১০ নভেম্বর- ওডিশা বনাম মোহনবাগান এসজি, ২৩ নভেম্বর- মোহনবাগান এসজি বনাম জামশেদপুর, ৩০ নভেম্বর- মোহনবাগান এসজি বনাম চেন্নাইন, ৮ ডিসেম্বর- নর্থ ইস্ট বনাম মোহনবাগান এসজি, ১৪ ডিসেম্বর- মোহনবাগান এসজি বনাম কেরল ব্লাস্টার্স, ২০ ডিসেম্বর- এফসি গোয়া বনাম মোহনবাগান এসজি, ২২ ডিসেম্বর -পাঞ্জাব এফসি বনাম মোহনবাগান এসজি।
ইস্টবেঙ্গলের ম্যাচ:
১৪ সেপ্টেম্বর- বেঙ্গালুরু বনাম ইস্টবেঙ্গল, ২২ সেপ্টেম্বর- কেরল ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল, ২৭ সেপ্টেম্বর- ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, ১৯ অক্টোবর- ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ২২ অক্টোবর- ওডিশা বনাম ইস্টবেঙ্গল, ৯ নভেম্বর- ইস্টবেঙ্গল বনাম মহমেডান, ২৯ নভেম্বর- নর্থ ইস্ট বনাম ইস্টবেঙ্গল, ৭ ডিসেম্বর- চেন্নাইন বনাম ইস্টবেঙ্গল, ১২ ডিসেম্বর- ইস্টবেঙ্গল বনাম ওডিশা, ১৭ ডিসেম্বর- ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি, ২১ ডিসেম্বর- ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি, ২৮ ডিসেম্বর- হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল।
মহমেডানের ম্যাচ:
১৬ সেপ্টেম্বর- মহমেডান বনাম নর্থ ইস্ট, ২১ সেপ্টেম্বর- মহমেডান বনাম এফসি গোয়া, ২৬ সেপ্টেম্বর- চেন্নাইন বনাম মহমেডান, ৫ অক্টোবর- মোহনবাগান এসজি বনাম মহমেডান, ২০ অক্টোবর- মহমেডান বনাম কেরল ব্লাস্টার্স, ৯ নভেম্বর- ইস্টবেঙ্গল বনাম মহমেডান, ২৭ নভেম্বর- মহমেডান বনাম বেঙ্গালুরু, ২ ডিসেম্বর- জামশেদপুর বনাম মহমেডান, ৬ ডিসেম্বর- পাঞ্জাব বনাম মহমেডান, ১৫ ডিসেম্বর- মহমেডান বনাম মুম্বই, ২২ ডিসেম্বর- কেরল ব্লাস্টার্স বনাম মহমেডান, ২৭ ডিসেম্বর- মহমেডান বনাম ওড়িশা এফসি।
❤ Support Us