Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৫, ২০২৪

ভাগ্য বদলাতে পারলেন না বিনো জর্জও, টানা ৪ ম্যাচে হার ইস্টবেঙ্গলের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাগ্য বদলাতে পারলেন না বিনো জর্জও, টানা ৪ ম্যাচে হার ইস্টবেঙ্গলের

ভাগ্য বদলের আশায় কার্লেস কুয়াদ্রাতকে কোচের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে বিনো জর্জ। বিনো জর্জের হাত ধরেও ভাগ্যের চাকা ঘুরল না ইসবেঙ্গলের। জামশেদপুর এফসি-র কাছে হার ২-০ ব্যবধানে। এই নিয়ে আইএসএলে টানা ৪ ম্যাচে হার ইস্টবেঙ্গলের। দুরন্ত ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় জামশেদপুর এফসি। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন রেই তাছিকাওয়া। ৩২ মিনিটে সমতা ফেরানোর অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেন ক্লেইটন সিলভা। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন। সামনে শুধু জামশেদপুর এফসি গোলকিপার। অবিশ্বাস্যভাবে তার হাতে বল মারেন ক্লেইটন। ৩৬ মিনিটে আবার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। মহেশ সিংয়ের পাস ৬ গজ বক্সে পৌঁছতেই চলন্ত বলে শট নিয়ে নিয়েছিলেন ক্লেইটন। এবারও বাধা হয়ে দাঁড়ান জামশেদপুর গোলকিপার। ৪৪ মিনিটে আবার ইস্টবেঙ্গলের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ান জামশেদপুর গোলকিপার। তালালের কাছ থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন নন্দকুমার। ততদিক দক্ষতায় বাঁচিয়ে দেন জামশেদপুর গোলকিপার।

সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। সুযোগও এসেছিল। ৬৩ মিনিটে ক্লেইটনকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সল ক্রেসপোর দুর্বল শট আটকে দেন জামশেদপুর গোলকিপার। কয়েক মিনিট পরই ক্লেইটনের শট পোস্টে লেগে ফিরে আসে। ৭০ মিনিটে লালচুংনুঙ্গার আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় জামশেদপুর এফসি। মিনিট দুয়েক পর ব্যবধান কমানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। হেক্টর ইউস্তের হেড বারে লেগে ফিরে আসে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!