Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১০, ২০২৪

আজই আইএসএলের শেষ ম্যাচ !‌ চাপ নিয়ে পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
আজই আইএসএলের শেষ ম্যাচ !‌ চাপ নিয়ে পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল

আজ চলতি আইএসএলে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে লাল–হলুদ শিবির তাকিয়ে ছিল মঙ্গলবারের চেন্নাইন এফসি ও নর্থ–ইস্ট ইউনাইটেড ম্যাচের দিকে। ড্র হলে ইস্টবেঙ্গলেরই সুবিধা হত। কিন্তু নর্থ–ইস্ট ইউনাইটেডকে ২–১ ব্যবধানে হারিয়ে ইস্টবেঙ্গলের ওপর চাপ বাড়িয়েছে চেন্নাইন এফসি। ২১ ম্যাচে ২৭ পয়েন্টে পৌঁছে গেছে চেন্নাইন। ইস্টবেঙ্গলের ২৪। অর্থাৎ সুপার সিক্সে যেতে গেলে আজ লিগ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে শুধু জিতলেই হবে না ইস্টবেঙ্গলকে, তাকিয়ে থাকতে হবে ১৪ এপ্রিল চেন্নাইন এফএসি ও গোয়া এফসি ম্যাচের দিকে।
চাপ নিয়েই পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে আজ মাঠে নামতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। একদিকে যেমন জেতা ছাড়া কোনও রাস্তা নেই, তার ওপর এই রকম গুরুত্বপূর্ণ ম্যাচে দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার সৌভিক চক্রবর্তী ও প্রভসুখন গিলকে পাচ্ছে না লাল–হলুদ শিবির। দুজনেরই কার্ড সমস্যা। প্রভসুখনের জায়গায় আইএসএলে প্রথম মাঠে নামবেন কমলজিৎ সিং। সৌভিকে অভাব কার্লেস কুয়াদ্রাত কীভাবে মেটান এখন সেটাই দেখার। লাল–হলুদ কোচের ভাবনায় রয়েছে মহীতোষ রায়। প্রশ্ন একটাই, সৌভিক চক্রবর্তীর মতো মাঠমাঠে তিনি কি লোড নিতে পারবেন?‌
আগের ম্যাচে মোহনবাগানকে যথেষ্ট বেগ দিয়েছিল পাঞ্জাব এফসি। সেকথা মাথায় রাখছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত। তবে তাঁর একটাই স্বস্তি, দল দারুণ ছন্দে রয়েছে। পরপর দুটি ম্যাচ জিতে ফুটবলারদের আত্মবিশ্বাস তুঙ্গে। আগের ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন ক্লেইটন সিলভা। সল ক্রেসপো দুটি ম্যাচেই অনবদ্য ফুটবল উপহার দিয়েছেন। তাই ‘‌তৃতীয় ফাইনাল’‌ জিতে প্লে অফের আশা বাঁচিয়ে রাখার ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল। তবে আক্ষেপ যাচ্ছে না। কয়েকটা ম্যাচে গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট না করলে এই পরিস্থিতিতে পড়তে হত না ইস্টবেঙ্গলকে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!