- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৩, ২০২৪
আজ মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই, রক্ষণ নিয়ে চিন্তা কুয়াদ্রাতের

ডার্বিতে দুরন্ত ফুটবল উপহার দেওয়ার পরের ম্যাচেই হোঁচট থেকে হয়েছিল ইস্টবেঙ্গলকে। জঘন্য ফুটবল খেলে হারতে হয়েছিল নর্থ–ইস্ট ইউনাইটেডের কাছে। আজ আবার মাঠে নামছে লালহলুদ ব্রিগেড। সামনে মুম্বই সিটি এফ–সি। লিগ টেবিলের ৫ নম্বরে থাকা মুম্বই সিটির বিরুদ্ধে কাজটা মোটেই সহজ হবে না ইস্টবেঙ্গলের কাছে। কারণ, ধারে–ভারে লালহলুদের থেকে অনেক এগিয়ে মু্ম্বই। এছাড়া কার্লেস কুয়াদ্রাতকে আজ বেশ কয়েকজন নির্ভরযোগ্য ফুটবলারকে ছাড়াই মাঠে দল সাজাতে হবে।
চোটের জন্য সল ক্রেসপো বেশ কিছুদিন মাঠের বাইরে। আগের ম্যাচে চোট পেয়েছেন লুকাস পার্ডোও। তিনিও খেলতে পারবেন না। এই দুই বিদেশি না থাকায় মাঝমাঠে সমস্যায় পড়তে হবে ইস্টবেঙ্গলকে। এছাড়া কার্ড সমস্যায় খেলতে পারবেন না দলের সেরা স্ট্রাইকার ক্লেইটন সিলভাও। তবে কুয়াদ্রাতের একটাই ভরসা কার্ড সমস্যা মিটিয়ে মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে মাঠে ফিরছেন মাঝমাঠের সেরা স্তম্ভ সৌভিক চক্রবর্তী। এছাড়া রয়েছেন দুই নতুন বিদেশি ভিক্টর ভাসকোয়েজ ও ফেলিসিও ব্রাউন। এই দুজনের প্রথম দিনের খেলা দেখে খুশি লালহলুদ কোচ।
তবে ক্লেইটন না থাকায় সমস্যা হবে, মেনে নিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেন, ‘ক্লেইটনের না থাকাটা খুব সমস্যার। সেটা সামলাতে হবে আমাদের। সূচির জন্য আমার ফুটবলারেরা কিছুতেই চোটের হাত থেকে রক্ষা পাচ্ছে না। শারীরিক ভাবে ফুটবলারদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে।’
লালহলুদ কোচ বেশি চিন্তিত রক্ষণ নিয়ে। মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘একটা সময় রক্ষণভাগ খুবই ভাল খেলছিল। কিন্তু কয়েকটা ম্যাচ খুব একটা ভাল খেলছে না। রক্ষণ নিয়ে আমি খুব একটা খুশি নই। পরিবর্তন করতেই হবে। লালচুংনুঙ্গা জাতীয় দলে গিয়ে বসেছিল। অন্য পজিশনে অনুশীলন করেছে। ফিরে এসে খেলার ধরণ বদলাতে হচ্ছে। ফলে সমস্যায় পড়ছে।’
❤ Support Us