Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৪

নর্থ–ইস্টের বিরুদ্ধে নামার আগে ফুটবলারদের ক্লান্তিই ভাবাচ্ছে হাবাসকে

আরম্ভ ওয়েব ডেস্ক
নর্থ–ইস্টের বিরুদ্ধে নামার আগে ফুটবলারদের ক্লান্তিই ভাবাচ্ছে হাবাসকে

দায়িত্ব নেওয়ার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টসকে বদলে দিয়েছেন আন্তোনীয় লোপেজ হাবাস। টানা ৪ ম্যাচ পর দলকে জয়ের সরণিতে ফিরিয়েছেন। পরপর দুটি ম্যাচে জয়। শেষটা আবার গোয়ার মাঠে গিয়ে শক্তিশালী এফসি গোয়াকে হারানো। আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে সবুজমেরুন ব্রিডেডের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই শনিবার ঘরের মাঠে খেলতে নামছে নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
মাসখানেক আগেও যে দলের মধ্যে টেনশনের চোরাস্রোত বয়ে চলত, এখন সেই দলই হালকা মেজাজে। সত্যিই হাবাসের জমানায় অনেক বদলে গেছে মোহনবাগান। বুধবার গোয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল। বৃহস্পতিবার কলকাতায় ফিরেছে দল। শনিবার আবার নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামতে হবে। এটাই ভাবাচ্ছে হাবাসকে। কারণ, ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম পাননি। ম্যাচের আগের দিন সূচি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন সবুজমেরুন কোচ।
হাবাস বলছিলেন, ‘‌নর্থ–ইউনাইটেড যেখানে ৭ দিন বিশ্রাম পেয়ে খেলতে নামছে, সেখানে আমার ফুটবলাররা মাত্র একদিন বিশ্রাম পেয়েছে। অযৌক্তিক সূচি তৈরি করা হয়েছে। ফুটবলারদের বিশ্রামের কথা ভাবা উচিত ছিল।’‌ নর্থ–ইস্ট ইউনাইটেডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন হাবাস। তিনি বলেন, ‘‌আগের ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছে। ওরা দ্রুত কাউন্টার অ্যাটাকে এসে গোল তুলে নেই। আমাদের এইদিকে নজর দিতে হবে। ম্যাচটা কিন্তু মোটেই সহজ হবে না।’‌
নর্থ–ইস্টের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন করতে পারেন হাবাস। জনি কাউকো, জেসন কামিংসদের শুরু থেকে নামাতে পারেন। তবে চোটমুক্ত হওয়া আনোয়ার আলিকে শুরু থেকে নামাবেন কিনা এখনও ঠিক করেননি সবুজমেরুন কোচ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!