Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২০, ২০২৪

‌পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ে রুদ্ধশ্বাস জয়, সেমিফাইনালে মোহনবাগানের সামনে ওডিশা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ে রুদ্ধশ্বাস জয়, সেমিফাইনালে মোহনবাগানের সামনে ওডিশা

চলতি মরশুমে ওডিশা এফসি–র বিরুদ্ধে বারবার বেগ পেতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসকে। আইএসএল সেমিফাইনালে সবুজ–মেরুন ব্রিগেডের সামনে আবার সেই ওডিশা এফসি। রুদ্ধশ্বাস ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএল সেমিফাইনালে উঠেছে ওডিশা। প্লে–অফের ম্যাচে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে ২–১ ব্যবধানে হারিয়েছে কেরালা ব্লাস্টার্সকে।
ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল ওডিশা। যদিও ম্যাচের প্রথম সুযোগ এসেছিল কেরালার সামনে। দাইসুকে সাকাইয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট দুয়েক পর সহজ সুযোগ নষ্ট করেন ওডিশার রয় কৃষ্ণা। ২৭ মিনিটে আহমেদ জাহুর পাস থেকে কেরালার জালে বল জড়িয়েছিলেন মোর্তাদা ফল। অফসাইডের জন্য রেফারি গোল বাতিল করে দেন। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলি। শুরুকতেই কেরলের ফেডর ইভানোভচের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫০ মিনিটে রানাওয়াডের শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান কেরল গোলকিপার লারা। ৫৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল কেরালার সামনে। আইমেনের শট ওডিশা গোলকিপার অমরিন্দার বাঁচালে পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৬৭ মিনিটে ফেডর ইভানোভিচের গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। ৮৭ মিনিটে দিয়েগো মরিসিওর গোলে সমতা ফেরায় ওডিশা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটের মাথায় রয় কৃষ্ণার পাস থেকে গোল করে ওডিশাকে সেমিফাইনালে তোলেন ইসাক। ২৩ এপ্রিল ভুবনেশ্বরে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম পর্বের সেমিফাইনাল খেলবে ওডিশা। দ্বিতীয় পর্বের সেমিফাইনাল ২৮ এপ্রিল কলকাতায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!