Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৬, ২০২৪

পাঞ্জাবের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, লিগ শিল্ড জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঞ্জাবের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, লিগ শিল্ড জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল মোহনবাগান

প্লে অফের টিকিট আগেই নিশ্চিত হয়েছে।  মোহনবাগানের কাছে বাকি তিনটি ম্যাচ লিগ শিল্ড জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুম্বই সিটি এফসি–কে পেছনে ফেলে লিগ শিল্ড জিততে গেলে জেতা ছাড়া রাস্তা নেই। তাই বাকি তিনটি ম্যাচ ফাইনাল হিসেবে দেখছিল সবুজমেরুন শিবির। শনিবার পাঞ্জাব এফসি–কে হারিয়ে লিগ শিল্ডের লড়াইয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল মোহনবাগান সুপার জায়ান্টস। ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।
লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে গেলে পঞ্জাব এফসি–র বিরুদ্ধে জিততেই হত। কিন্তু মোহনবাগানের খেলায় সেই ঝাঁঝ দেখা যায়নি। আসলে ডাগ আউটে আন্তোনীয় লোপেজ হাবাসের না থাকাটা দলের খেলায় প্রভাব ফেলছে। পাঞ্জাবের বিরুদ্ধে এদিনও হাবাস রিজার্ভ বেঞ্চে ছিলেন না। ম্যাচের শুরু থেকেই পাঞ্জাবের ওপর চাপ রাখলেও কার্যকরী আক্রমণ গড়ে তুলতে পারছিলেন না মোহনবাগান ফুটবলাররা। বিপক্ষের পেনিট্টেটিভ জোনে খেই হারিয়ে ফেলছিলেন দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, জেসন কামিংসরা।
অবশেষে ম্যাচের ৪৩ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। শুভাশিস বোস বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন। পাঞ্জাবের রক্ষণে প্রতিহত হয়ে ফিরে এলে বল যায় কামিংসের কাছে। তিনি পাস বাড়ান পেত্রাতোসের উদ্দেশ্যে। বক্সের বাদিকের কোণ থেকে বুলেটের মতো শটে বল জালে পাঠান পেত্রাতোস। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে হেডে মোহনবাগানের জালে বল পাঠিয়েছিলেন লুকা মাজেন। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের খেলায় সেই ঝাঁঝ ছিল না। বরং সমতা ফেরানোর জন্য পাঞ্জাব এফসি মরিয়া হয়ে ওঠে। ৫৯ মিনটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন লুকা মাজেন। ৩ মিনিট পর আবার সুযোগ এসেছিল পাঞ্জাবের সামনে। এবারও মাজেন কাজে লাগাতে পারেননি। ৮৯ মিনিটি লিস্টন কোলাসোর শট বাঁচিয়ে মোহনবাগানের ব্যবধান বাড়তে দেননি পাঞ্জাব গোলকিপার রোহিত কুমার। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রইল মোহনবাগান। ২০ ম্যাচে ৪৪ পয়েন্টে শীর্ষে মুম্বই সিটি এফসি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!