- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৪, ২০২৪
ওডিশার কাছে প্রথম পর্বের সেমিফাইনালে হেরে চাপ বাড়ল মোহনবাগানের

কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি–র বিরুদ্ধে জয় পাওয়াটা যথেষ্ট কঠিন। মুম্বই সিটি এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্সের মতো দলকেও অতীতে বেগ পেতে হয়েছে। আইএসএলে প্রথম পর্বের সেমিফাইনালেও ওডিশার বিরুদ্ধে জয় তুলে নিতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্টস। শুরুতে এগিয়ে গিয়েও ২–১ ব্যবধানে হারতে হয়েছে সবুজ–মেরুন ব্রিগেডকে। প্রথম পর্বের সেমিফাইনালে হেরে চাপে পড়ে গেল মোহনবাগান। ফাইনালে যেতে গেলে ২৮ এপ্রিল যুবভারতীতে ২ গোলের ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে।
ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি হারতে পারে মোহনবাগান। ৩ মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতোসের কর্নারে হেডে গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন মনবীর সিং। এই গোলটাই যেন ধাক্কা দিয়ে গিয়েছিল ওডিশাকে। এরপর মুহূর্মুহূ আক্রমণ তুলে নিয়ে এসে মোহনবাগান রক্ষণকে দিশেহারা করে দিয়েছিলেন রয় কৃষ্ণা, অময় রানাওয়েড, আহমেদ জাহু, মোর্তাদা ফলরা। ৩ থেকে ১১ মিনিটের মধ্যে টানা ৬টি কর্নার আদায় করে নেয় ওডিশা। এই পরিসংখ্যানই বলে দেয় রয় কৃষ্ণরা কতটা চাপে ফেলে দিয়েছিলেন মোহনবাগানকে।
অবশেষে কর্নার থেকেই সমতা ফেরায় ওডিশা এফসি। ১১ মিনিটে আহমেদ জাহুর কর্নার থেকে গোল করেন ডেলগাডো। ৩ মিনিট পর বক্সের মধ্যে রয় কৃষ্ণাকে ফাউল করেছিলেন বাগান গোলকিপার বিশাল কাইথ। রেফারি প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেন। সহকারী রেফারি আগেই অফসাইডের পতাকা তোলায় তিনি সিদ্ধান্ত বদলান। ৩৯ মিনিটে এগিয়ে যায় ওডিশা। মাঝমাঠ থেকে ভেসে আসা বল হেক্তর ইউস্তে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সেই বল ধরে গোল করেন রয় কৃষ্ণা। কৃষ্ণার গোলের পর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন পেত্রাতোস ও অনিরুদ্ধ থাপা। কিন্তু কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। একাধিক সুযোগও তৈরি করে। ৫৯ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া পেত্রাতোসের দুরন্ত ফ্রিকিক কোনও রকমে বাঁচান ওডিশা গোলকিপার অমরিন্দার সিং। ফিরতি বল বারের ওপর দিয়ে উড়িয়ে দেন আনোয়ার আলি। ৬৭ মিনিটে আহমেদ জাহুকে ফাউল করে লাল কার্ড দেখে বেরিয়ে যান মোহনবাগানের আর্মান্দো সাদিকু। মিনিট সাতেক পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান ওডিশার ডেলগাডো। দুই দলই ১০ জনে হয়ে যায়। ৮৩ মিনিটে অনিরুদ্ধ থাপার পুশ পোস্টে না লাগলে হেরে ফিরতে হত না মোহনবাগানকে।
❤ Support Us