Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৩, ২০২৩

বিপাকে আইএসএল, প্রতিযোগিতা শুরুর আগেই সরে গেল টাইটেল স্পনসর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিপাকে আইএসএল, প্রতিযোগিতা শুরুর আগেই সরে গেল টাইটেল স্পনসর

প্রতিযোগিতা শুরুর আগেই বড় ধাক্কা। আইএসএলের মূল স্পনসর থেকে সরে গেল হিরো মটোকর্প। টানা ৯ বছর ভারতীয় ফুটবলে অর্থ বিনিয়োগ করে আসা এই গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি আইএসএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। কয়েকদিন ধরেই হিরো মটোকর্পের সরে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। অবশেষে বুধবার তা প্রকাশ্যে এসেছে। তবে আইএসএলের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
দীর্ঘদিন ধরে খেলার দুনিয়ায় অর্থ বিনিয়োগ করে এসেছে হিরো মটোকর্প। একসময় আইসিসি–র স্পনসর ছিল। এছাড়া আইপিএলেরও টাইটেল স্পনসর ছিল। শুরু থেকেই আইএসএলের সঙ্গে যুক্ত। আইএসএল, আইলিগ ছাড়াও ভারতীয় ফুটবল ফেডারেশনের সহযোগী স্পনসর হিসেবে কাজ করে এসেছে। ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরের উন্নতি কল্পেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্পনসরশিপ বাবাদ হিরো মটোকর্পের কাছ থেকে আইএসএল আয়োজকরা যে অর্থ পায়, তা থেকে ফ্র‌্যাঞ্চাইজিদের অর্থ প্রদান করা হয়। তারা সরে যাওয়ায় আইএসএল যে বড় রকমের আর্থিক সমস্যায় পড়বে, সেকথা নিশ্চিতভাবে বলা যায়।
ইতিমধ্যেই আইএসএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত নতুন টাইটেল স্পনসর খুঁজে পায়নি আইএসএলের আয়োজক এফএসডিএল। স্পনসরের জন্য জোর কদমে চেষ্টা চলছে। কয়েকদিনের মধ্যেই নতুন টাইটেল স্পনসরের নাম জানানো হবে বলে আশা করা হচ্ছে। আজ কলকাতায় অনুষ্ঠিত হল আইএসএলের মিডিয়া শো। ইস্টবেঙ্গল ক্লাবের মিডিয়া শো–তে কোচ কার্লেস কুয়াদ্রাতসহ বেশ কয়েকজন ফুটবলার ছিলেন। এই মিডিয়া শো–তে কোনও টাইটেল স্পনসরের নাম দেখা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!