Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৪, ২০২৩

‌ইসলাম ধর্মের জন্যই পাকিস্তান নাকি শৃঙ্খলাপরায়ন!‌ দাবি ম্যাথু হেডেনের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ইসলাম ধর্মের জন্যই পাকিস্তান নাকি শৃঙ্খলাপরায়ন!‌ দাবি ম্যাথু হেডেনের

পাকিস্তান ক্রিকেট দল নাকি দারুণ শৃঙ্খলাপরায়ন!‌ আর এর পেছনে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ অবদান আছে!‌ এমনই জানিয়েছিনে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন।
পাকিস্তান দলকে খুব কাছ থেকে দেখেছেন ম্যাথু হেডেন। দু–দুটি বিশ্বকাপে বাবর আজমদের সঙ্গে কাজ করেছেন। ২০২১ টি২০ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলে ব্যাটিং পরামর্শদাতার ভূমিকা পালন করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার। ২০২২ টি২০ বিশ্বকাপে বাবর আজমদের মেন্টর ছিলেন ম্যাথু হেডেন। দুটি বিশ্বকাপে যুক্ত থেকে তাঁর পাকিস্তান দলকে দারুণ শৃঙ্খলাপরায়ন মনে হয়েছে। মঙ্গলবার পাকিস্তান–অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় সেই কথা তুলে ধরেন হেডেন।
রামিজ রাজার হাত ধরেই পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন ম্যাথু হেডেন। মঙ্গলবার সঙ্গে কমেন্ট্রি বক্সে রামিজ রাজার সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন হেডেন। সেই সময় তাঁর কাছে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চান রামিজ। হেডেন বলেন, ‘‌পাকিস্তানের ক্রিকেটাররা জীবনযাপনে দারুণ শৃঙ্খলাপরায়ন। ইসলাম ধর্মের প্রতি প্রত্যেকেই খুব মনোযোগী। ইসলাম ধর্মই গোটা দলকে শৃঙ্খলাপরায়ন করে তুলেছে। ওদের শৃঙ্খলা আমার খুব ভাল লাগে। কারণ ক্রিকেট শৃঙ্খলারই খেলা।’‌
হেডেন প্রশংসায় ভরিয়ে দিলেও পাকিস্তান দলে কিন্তু নানা সময় বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রতি এশিয়া কাপে ব্যর্থতার পর দলের বোলারদের প্রতি আঙুল তুলেছিলেন অধিনায়ক বাবর আজম। এই নিয়ে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে ড্রেসিংরুমেই বিতন্ডা হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!