- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৯, ২০২৩
তোশাখানা মামলার রায় খারিজ করল ইসলামাবাদ হাই কোর্ট, জামিনে মুক্তি পাবেন ইমরান খান !

পাকিস্তানের প্রাক্তন প্রধাবনমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান তোশাখানা মামলায় কয়েক সপ্তাহ আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁকে তিন বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল ইসলমাবাদের এক বিশেষ আদালত। তবে ইসলামাবাদ হাই কোর্ট মঙ্গলবার সেই রায় খারিজ করে দিয়েছে। ফলে কারাগার থেকে জামিনে মুক্তি পাবেন ইমরান খান। পাকিস্তানের নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে গতবছর দায়ের হয়েছিল তোশাখানা দুর্নীতি মামলা। ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিদেশি সরকার থেকে পাওয়া সব উপহার ইমরান খান বিক্রি করেছেন নিজস্ব স্বর্থে। এরপর সেই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাক রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য ইমরানকে নির্বাসিত করা হয়েছিল। কারাদণ্ডও দেওয়া হয়েছিল ইমরানকে।
প্রথম থেকেই তোশাখানা মামলায় ইরমানের তিন বছরের কারাদণ্ডের সাজা নিয়ে প্রশ্ন তুলেছিল সেদেশের শীর্ষ আদালত। পাক সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ইমরান খানকে দোষী সাব্যস্ত করার বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ ছিল না। উল্লেখ্য, তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহার বিক্রি করেছিলেন। প্রসঙ্গত, পাকিস্তানি আইন অনুযায়ী, পাক প্রধনমন্ত্রী থাকাকালীন ইমরান অন্য দেশের রাষ্ট্রপ্রধানের থেকে যে উপহার পাচ্ছেন তা রাষ্ট্র হিসেবে পাকিস্তানের উপহার। সেই রাষ্ট্রীয় উপহার তিনি কেন বিক্রি করেছেন? এটাই ছিল মামলার প্রতিপাদ্য।
ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তোশাখানা উপহারের বিবরণ গোপন করেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ইমরানের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। এর আগে এক ব্যবসায়ী দাবি করেছিলেন, ২০ লক্ষ ডলারের বিনিময়ে ইরমান খানের থেকে একটি ঘড়ি কিনেছিলেন তিনি। দাবি করা হয়, সেই ঘড়ি প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৯ সালে সৌদি শাসক মহম্মদ বিন সলমনের কাছ থেকে পেয়েছিলেন ইমরান। এরপর অভিযোগ ওঠে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিদেশ সফরে গিয়ে যেসব উপহার ইমরান পেয়েছেন, তার অনেকগুলোই তিনি বিক্রি করে দিয়েছেন। উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী হিসেবে বিদেশি রাষ্ট্রপ্রধান থেকে কোনও উপহার পেলে, সেই জিনিসটার দাম তোশাখানায় মিটিয়ে দিয়ে তা নিতে পারতেন ইমরান খান। তবে তা তিনি করেননি বলেই অভিযোগ। এদিকে এই অভিযোগ খারিজের দাবিতে গত অক্টোবরেই ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান খান। তবে তখন তাঁর আবেদন খারিজ করেছিল ইসলামাবাদ উচ্চ আদালত। এরপর ইসলামাবাদের বিশেষ আদালত ইমরানকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইমরান খান। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ মঙ্গলবার বিশেষ আদালতের রায় খারিজ করে দিল ইসলামাবাদ হাই কোর্ট। তবে কি এবার মুক্তি পাবেন ইমরান?
❤ Support Us