- দে । শ
- মে ১৭, ২০২৩
ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের স্বস্তি, ৩১ মে পর্যন্ত বাড়ল জামিনের মেয়াদ
পাক প্রশাসনের দাবি, ইমরানের বাড়িতে জঙ্গিদের আস্তানা। ২৪ ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

দুশ্চিন্তা থেকে কিছুটা রেহাই পেলেন ইমরান খান। বেশ কয়েকটি মামলায় জামিন দেওয়া হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে, ৯ মে পর থেকে যে সব অভিযোগ তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল , তার একটাতেও গ্রেফতার করা যাবেনা তহরিক-এ -ইনসাফ প্রধানকে। ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আদালত শুক্রবার পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিল। আরও ছয়টি মামলায় রেহাই মেলায় সাময়িক স্বস্তিতে তিনি।
ইমরানের বিরুদ্ধে আল কাদির ট্রাষ্ট সহ ১২০টি মামলা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মামলা ইসলামাবাদ হাই কোর্টে দায়ের হয়েছিল। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ৩১ মে-র আগে কোনো মামলাতেই তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। সন্ত্রাসবিরোধী আদালতেও তার জামিন মঞ্জুর করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, শুনানিতে তাঁর হাজিরা বাধ্যতামূলক নয়।
বুধবার ইমরানের তরফে আদালতে সওয়াল করেন ব্যারিস্টার গোহর। এ ছাড়াও এজলাসে সেই সময় হাজির ছিলেন অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল, অ্যাডভোকেট জেনারেল ইসলামাবাদ জাহাঙ্গির জাদুন এবং অন্য আইনজীবীরা। মামলাটি শোনেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান অউরঙ্গজেব।
সরকারপক্ষের আইনজীবীরা বিচারপতির কাছে অতিরিক্ত সময়ের আবেদন জানান । তাঁরা বলেন, ইমরানের বিরুদ্ধে আরও তদন্ত করা জরুরি। তাই অতিরিক্ত সময় দরকার । বিচারপতি সেই আবেদন গ্রহণ করেন এবং আগামী ৩১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তিনি বলেছেন, তার আগে ইমরানকে কোনো অভিযোগেই আটক করা যাবে না।
ইমরানের এ দিনের শুনানির সময় এজলাসে হাজির ছিলেন না সাংবাদিকরা। ইসলামাবাদের সাংবাদিকেরা বিচারপতি ঔরঙ্গজেবের এজলাস বয়কট করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, মামলায় কেবলমাত্র ৫ জন সাংবাদিকের প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার প্রতিবাদে বুধবার শুনানি বয়কট করেন সাংবাদিকরা।
আদালতের রায়ে তীব্র ক্ষুব্ধ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, কোর্ট পক্ষপাত দোষে দুষ্ট। পিটিআই-এর হয়েই তাঁরা কাজ করছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। পরিস্কার জানিয়ে দিয়েছেন, আবার গ্রেপ্তার করা হতে পারে ইমরানকে। তাই জামিনে মুক্ত ইমরানের হয়রানি এখনই শেষ হওয়ার নয়।
❤ Support Us