Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৩

টি২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড আইল অফ ম্যানের, গুটিয়ে গেল ১০ রানে

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড আইল অফ ম্যানের, গুটিয়ে গেল ১০ রানে

চিত্র সৌজন্য: টুইটার

বিশ্ব ক্রিকেটে প্রতিদিনই কোনও না কোনও নতুন নজির ঘটে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এইরকম নজির সত্যিই অবিশ্বাস্য। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচে কিনা মাত্র ১০ রানেই গুটিয়ে গেল একটা দলের ইনিংস!‌ এইরকম অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বিশ্ব ক্রিকেটে। স্পেনের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে মাত্র ১০ রানে গুটিয়ে গেল আইল অফ ম্যান।

শুধু আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটেই নয় টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনও দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড এটা। টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন সবচেয়ে কম রানের ইনিংস ছিল সিডনি থান্ডার্সের। ২০২২ সালে বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে মাত্র ১৫ রানে অলআউট হয়েছিল সিডনি থান্ডার্স। সেই রেকর্ড ভেঙে দিল আইল অফ ম্যান।

সোমবার স্পেনের বিরুদ্ধে ৬ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আইল অফ ম্যান। ৮.‌৪ ওভারে মাত্র ১০ রানে গুটিয়ে যায় তারা। স্পেনের মোহাম্মদ কামরান ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে হ্যাটট্রিক সহ ৪ উইকেট তুলে নেন। আর এক বোলার আতিফ মেহেমুদও ৪ রানে ৪ উইকেট নেন। আর লর্ন বার্নস কোনও রান না দিয়ে ২ উইকেট তুলে নেন। আইল অপ ম্যানের হয়ে সর্বোচ্চ ৪ রান করেন জোসেফ বুরোস। তিনজন ব্যাটার ২ রান করে করেন। ৭ জন ব্যাটারের অবদান শূন্য। ব্যাট করতে নেমে মাত্র ২ বলেই ‌জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্পেন। ওপেনার আওয়াইস প্রথম দুটি বলেই ৬ মেরে ১২ রান তুলে নেন।

২০০৪ সালে আইসিসি–র অন্তর্ভুক্ত হয়েছে আইল অফ ম্যান। ২০১৭ সালে তারা আইসিসি–র সহযোগী সদস্যপদ পায়। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝি অবস্থিত এই ক্ষুদ্র দেশটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!