Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৯, ২০২৪

গাজায় ফিলিস্তিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস উড়িয়ে দিল ইজরায়েল

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজায় ফিলিস্তিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস উড়িয়ে দিল ইজরায়েল

গাজায় অবস্থিত ফিলিস্তিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস উড়িয়ে দিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা গেছে বিশ্ববিদ্যলয়ের পরিত্যক্ত ভবন বিস্ফোরনে ধ্বংস হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর ব্যাপারে ইজরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভিডিওতে বিস্ফোরণের আগে পরিত্যক্ত বিশ্ববিদ্যালয়ের ভবনের ছবি দেখানো হয়েছে। তারপর বিস্ফোরনের পর ধ্বংসপ্রাপ্ত ভবনের ভিডিও দেখানো হয়েছে। সম্ভবত ভেতরে লুকিয়ে রাখা বোমার কারণে বিস্ফোরণ ঘটেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ডেভিড মিলার অপর্যাপ্ত তথ্য উল্লেখ করে ভিডিও সম্পর্কে কোনও মন্তব্য করেননি।
দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে প্রতিবেদনে বন্দুক এবং বিমান হামলার বর্ণনা দেওয়া হয়েছে। হামাসের সদস্য ও নেতাদের শক্ত ঘাঁটি হিসেবে দাবি করে ইজরায়েলি সামরিক বাহিনী এই এলাকাকে টার্গেট করেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আল–আমাল হাসপাতালের কাছে কামানের তীব্র গোলাগুলির খবর দিয়েছে। হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, ইজরায়েলের এই হামলায় ৭৭ জন মারা গেছেন। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ইজরায়েলি সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেড দাবি করেছে, ট্যাঙ্ক থেকে গুলি চালিয়ে এবং বিমান হামলা করে ডজন ডজন সন্ত্রাসীকে নির্মূল করেছে।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!