Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২২, ২০২৩

৫০ জন বন্দি মুক্তির শর্তে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি অনুমোদন করেছে

আরম্ভ ওয়েব ডেস্ক
৫০ জন বন্দি মুক্তির শর্তে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি অনুমোদন করেছে

বুধবার ইসরায়েল মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করেছে, যার মধ্যে জঙ্গিদের হাতে বন্দি ৫০ জন ইসরায়েলিকে মুক্তির শর্ত রয়েছে।
বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির জন্য মন্ত্রিসভায় ভাটাভুটির আহ্বান করেছিলেন, পাশাপাশি হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ পুনরায় শুরু করার প্রতিশ্রুতিও মন্ত্রিসভায় দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, “আমরা যুদ্ধে আছি, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ হবে।”

হামাসের হাতে ২৪০ জন ইসরায়েলি বন্দির মধ্যে ৫০ জনকে মুক্তির শর্তে যুদ্ধবিরতির বুষয়টি ইসরায়েলি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। এই পরিকল্পনায় মন্ত্রিসভা ভোট দেবে মনে করেই বৈঠক হয়। বৈঠকে ঠিক হয় ৫০ জন বন্দি মুক্তির শর্তে হামাসের সঙ্গে যুদ্ধ কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে। তবে হামাসের কাছে বন্দি সকলকে মুক্তি না দেওয়া পর্যন্ত এবং হামাসের সামরিক শতিকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে বলেও বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠক বুধবার ভোর পর্যন্ত চলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!