- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৩০, ২০২৩
যুদ্ধবিরতির সময়সীমার শেষের কয়েক মিনিট আগে ইসরায়েল-হামাস বন্দি বিনিময় চুক্তি পুনর্নবীকরণ করল
ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকছে, উভয় পক্ষই বৃহস্পতিবার বলেছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই কাজ সম্পন্ন হয়েছে। যদিও কোনও আনুষ্ঠানিক চুক্তির বিবরণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক মুহূর্ত পর্যন্ত অস্পষ্ট ছিল। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক মিনিট আগে, ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে “অপারেশনাল বিরতি” বাড়ানো হবে, তবে সেটা কতক্ষণের জন্য যুদ্ধবিরতি হচ্ছে সেটা নির্দিষ্ট করেনি ইসরায়েল সেনা।
এর ফলে গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত জারি রাখল ইজরায়েলি সেনা। হামাসের হাতে পণবন্দি আরও বেশি ইজরায়েলি নাগরিকের মুক্তির জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পণবন্দিদের মুক্তির বিষয়ে হামাস গোষ্ঠীর সঙ্গে চুক্তির কথাও ভাবছে বেঞ্জামিন নেতনিয়াহুর দেশের সেনা।
বৃহস্পতিবার ইজরায়েলি সেনা তাদের এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল এদিন স্থানীয় সময় সকাল ৫টা নাগাদ, তার আগে ওই পোস্ট ইজরায়ালের সেনার তরফে বলা হয়, “পণবন্দিদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে যাবতীয় শর্ত মেনে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।” তবে কতদিন অবধি যুদ্ধবিরতি চলবে সেই বিষয়ে ইহুদি সেনার তরফে জানানো হয়নি। অন্যদিকে হামাসের তরফেও এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, বুধবার প্রকাশ্যে এসেছে হামাসের হাতে পণবন্দি ইজরায়েলি নাগরিকদের দুর্বিষহ অবস্থা কথা। নির্জন কারাবাস, দিনের পর দিন সূর্যের মুখ না দেখা, খাবার দাবারেও নেই পুষ্টির ছিটেফোঁটা, এভাবেই দিন কেটেছে হামাসের হাতে ইসরায়েলি পণবন্দিদের অসহনীয় অবস্থার কথা। মুক্তির পরে তাঁদের সকলেরই ওজন কমে গিয়েছে উল্লেখযোগ্য ভাবে। যদিও ঠিক কী ধরনের অভিজ্ঞতা হয়েছে তাঁদের, তা নিয়ে এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্তদের মধ্যে কেউই সেভাবে মুখ খোলেননি। কিন্তু তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই শিউরে উঠছেন চিকিৎসকরা।
২৪ নভেম্বর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ২১০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ৭০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
❤ Support Us