- প্রচ্ছদ রচনা বি। দে । শ
- নভেম্বর ২৭, ২০২৪
যুদ্ধবিরতিতে স্বাক্ষর ইজরায়েল-হিজবুল্লার । নতুন আশায় দক্ষিণ লেবাননে ফিরছেন রণবিধ্বস্ত মানুষ
গগণবিদারি আগ্নেয় অস্ত্র আর মিসাইলের ঝলকানি অবশেষে থামলো । যুদ্ধবিরতিতে অবশেষে রাজি হলো নেতানিয়াহুর ইজরায়েল এবং হিজবুল্লা গোষ্ঠী । ১৪ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ আর ধ্বংসলীলা পেরিয়ে যু্দ্ধ বিরতি চুক্তিতে সই করল ইজরায়েল ও হিজবুল্লা । বুধবার ভোর রাতে থেকে যুদ্ধ বিরতিতে গেল যুযুধান দুই পক্ষ ।
যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ লেবাননে, বারুদের বিষাক্ত বাস্পের ধোঁয়াশার আপতত বিরতির ঘোষণার পর থেকেই নতুন আশায় সেখানে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা । ইতিমধ্যেই দক্ষিণ লেবাননের সড়ক পথে দেখা গেছে লম্বা গাড়ির সারি, বুধবার ভোর থেকেই এখানকার বাসিন্দারা নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন । ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের হঠাৎ বিরতি ঘিরে খানিকটা অবিশ্বাসের ঘোরে রয়েছেন এখানকার মানুষজন। মঙ্গলবারও ইজরায়েলি বিমান হামলায় ৪২ জন প্রাণ হারিয়েছেন লেবাননের নানা জায়গায়, রকেট ছুড়ে পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লা গোষ্ঠীও । গত চোদ্দমাস ধরে তাদের কাছে বাস্তব শুধু মিসাইলে গুড়িয়ে যাওয়া প্রিয় আবাস আর যুদ্ধে আত্মীয় বিয়োগ যন্ত্রণা, আর ঘনঘন মিসাইল আক্রমণের হাত থেকে বাঁচতে সতর্কতা সাইরেন ।
গত কয়েকদিনের মুহুর্মুহু বিমান হামলার পর যুদ্ধ বিরতির ঘোষণার মধ্যেই ফের হুঁয়িয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । বলেছেন, ‘আমরা চুক্তি অনুযায়ী চলব । তবে এর লঙ্ঘন হলে আমরাও পালটা প্রতিরোধ করব ।’
যুদ্ধবিরতির শর্ত অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে হবে ইজরায়েলকে । অন্যদিকে ইজরায়েলের দক্ষিণ প্রান্ত থেকে হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিও সরিয়ে ফেলতে হবে । উত্তরদিকের লিতানি নদী থেকে তাদের সরতে হবে । ২০০৬ সালেই রাষ্ট্রসংঙ্ঘ এবিষয়ে নির্দেশ দিয়েছিল হিজবুল্লা গোষ্ঠীকে । যদিও সেবিষয়ে কর্ণপাত করেনি তারা, যুদ্ধবিরতি চুক্তি অনুসারে অবশেষে অনড় জঙ্গিদেরও সরতে হবে ।
২০২৩ এর ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টায় লেবাননে হামলা চালায় নেতানিয়াহুর সেনা । এরপর আন্তর্জাতিক পরিসরে বেশ কয়েকবার যু্দ্ধ থামানোর প্রচেষ্টা হলেও তা ফলপ্রসু হয়নি । অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হলো দুই পক্ষ । যদিও এখনি গাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো ইঙ্গিত মেলেনি কারো কাছ থেকেই । যু্দ্ধবিরতি ঘোষণার পরই ইজরায়েলের রাষ্ট্রপ্রধান বলেছেন, এই বিরতি তাদের ইরানের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতিতে সাহায্য করবে । পাশপাশি তিনি এও মেনে নিয়েছেন, দীর্ঘ লড়াইয়ে সামরিক সরঞ্জামেও ঘাটতি দেখা গেছে তাঁর দেশে ।
গত চোদ্দ মাসে ইজরায়েল হামাসের যুদ্ধে গাজায় প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার সাধারণ মানুষ । আহত এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় লক্ষাধিক । সংবাদ মাধ্যমে একথা জানিয়েছেন গাজার স্বাস্থ্যমন্ত্রক ।
❤ Support Us