- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১২, ২০২৩
ইসরায়েল ঘোষণা করেছে, পণবন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় বিদ্যুৎ, জল, জ্বালানি দেওয়া হবে না, ইরানকে বার্তা দিতেই ব্লিঙ্কেনের ইসরায়েল সফর

ইসরায়েল-ফিলিস্তিন সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর সংঘর্ষের ষষ্ঠ দিনে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য জানাচ্ছে যে গাজায় মৃতের সংখ্যা ১২০০ ছুঁয়েছে, আরও ৫৬০০ জন আহত হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সশস্ত্র জঙ্গি হামলায় আরও তাদের ১৩০০ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ ও শিশু আছে। এই যুদ্ধ ১৯৪৮ সালে ইসরায়েলের সৃষ্টির পর থেকে সবচেয়ে মারাত্মক হামলা। গাজায় মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় থেকে বলা হয়েছে , “ইসরায়েল ৯/১১ আক্রমণটি গাজার নামিয়ে এনেছে। ২.৩ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে।
বৃহস্পতিবার বাইডেনের দূত হয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন তেল অভিভ পৌঁছেছেন। আগেই ব্লিঙ্কেন বলেছিলেন ”মার্কিন প্রশাসন ইসরায়েলের পাশে রয়েছে”। আগামীকাল অর্থাৎ শুক্রবার আম্মানে ফিলিস্তিনি ও জোরানিয়ান নেতাদের সাথে আলোচনা করবেন বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এই বৈঠক হবে ব্লিঙ্কেনের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট (মাহমুদ) আব্বাস এবং জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের বৈঠক হবে। ইসরায়েলি প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরব নেতৃত্বের সঙ্গেও তাঁর আলোচনার কথা রয়েছে।সেখানে অপহৃতদের মুক্তির বিষয়ে আলোচনা হতে পারে।
ব্লিঙ্কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সাথে দেখা করবেন বলে জানা গেছে।
ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বাড়ানোর বিষয়টি আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে। ব্লিঙ্কেন ইসরায়েলে যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন: “আমি খুব সহজ এবং স্পষ্ট বার্তা নিয়ে যাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে।”
এই সফরে ব্লিঙ্কেনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইরান ও লেবাবনের হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলির প্রতি স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া। কারণ তারা এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল-ফিলিস্তিনি শস্ত্র জঙ্গি গোষ্ঠীর যুদ্ধে না জড়ানোর জন্য ইরানকে সতর্ক করেছেন। ওয়াশিংটনে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জোর বলেন ইসরায়েলের কাছাকাছি মার্কিন সামরিক জাহাজ এবং বিমান মোতায়েনকে একটি সংকেত হিসাবে দেখা উচিত। জো বাইডেন বৈঠকে বলেন, “আমরা ইরানীদের কাছে পরিষ্কার করে একটা বার্তা দিয়ে বলতে চাই, “সতর্ক থাকুন।” প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি শিশুদের খুনের অভিযোগ তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘গোয়েন্দা সূত্রে আমরা সুনির্দিষ্ট খবর পেয়েছি, অন্তত ৪০ জন ইসরায়েলি শিশুকে গলা কেটে সশস্ত্র জঙ্গিরা খুন করেছে।’’ শিশুহত্যার “সচিত্র প্রমাণ” আমেরিকার হাতে রয়েছে বলেও দাবি করেন বাইডেন। ইসরায়েলের পাশাপাশি অপহৃতদের তালিকায় আমেরিকার বেশ কয়েক জন নাগরিকও রয়েছেন বলে জানিয়েছেন বাইডেন। তিনি জানান, অপহৃত আমেরিকার নাগরিকদের উদ্ধারের চেষ্টা চলছে।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, তিনি ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গিদের সপ্তাহান্তে হামলার বিষয়ে কেন প্রস্তুত ছিলেন না? ট্রাম্প বলেন, এই হামলার ফলে নেতানিয়াহু খুব খারাপভাবে আহত হয়েছেন।
আসলে তিনি প্রস্তুত ছিলেন না। তিনি প্রস্তুত ছিলেন না তাই ইসরায়েলও প্রস্তুত ছিল না।
❤ Support Us