- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৩, ২০২৩
চিনে ইসরায়েলের কূটনীতিককে আক্রমণ, ছুরি দিয়ে কোপানো হল তাঁকে, এই ঘটনায় মুখ খোলেনি জিনপিং প্রশাসন

একদিকে যখন ফিলিস্তিনি সন্ত্রাসীদের সঙ্গে ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ চলছে ঠিক তখনি চিনে ছুরি দিয়ে কোপানো হল ইসরায়েলের কূটনীতিককে। চিনের রাজধানী বেজিংয়ে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা বিশ্ব হতবাক। চিন এই বিষয়ে এখনও পর্যন্ত মুখে নীরবতা ভাঙেনি। ইসরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। পরে মন্ত্রকের তরফেই একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে আহত কূটনীতিক হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি ও ইহুদিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। এই হামলা প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি জিনপিং প্রশাসন।
ইসরায়েল-ফিলিস্তিনি সন্ত্রাসীদের সাম্প্রতিক যুদ্ধ চলার সময় এই ঘটনা বহু রকমের প্রশ্ন তুলে দিয়েছে। পশ্চিম এশিয়ার রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সংঘাতের সঙ্গে এই হামলার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনও সংযোগ রয়েছে কি না, তা যদিও এখনও স্পষ্ট নয়। কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
টাইমস অফ ইজরায়েল সূত্রে খবর, শুক্রবার ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনে ইজরায়েলের কূটনীতিককে ছুরি মারা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে কী কারণে ওই কূটনীতিকের উপর হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও স্পষ্ট নয়। এই মুহূর্তে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠীর হামলায় রক্তাক্ত ইজরায়েল। এই পরিস্থিতিতে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ইজরায়েলি ও ইহুদিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন।
এই যুদ্ধের আবহে চিনের অবস্থান নিয়ে নিন্দায় সরব হয়েছেন ইজরায়েলের রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেজিংয়ের সঙ্গে জেরুজালেমের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। তাই এই রক্তক্ষয়ী লড়াইয়ে প্যালেস্টাইনের পক্ষে রয়েছে কমিউনিস্ট দেশটি। এখনও পর্যন্ত ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধেও মুখ খুলতে দেখা যায়নি জিনপিং প্রশাসনকে। যা ‘অত্যন্ত হতাশাজনক’ বলে ব্যাখ্যা করেছে ইসরায়েল প্রশাসন। চিনে বসবাসরত ইজরায়েলি ও ইহুদিদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।
ইসরায়েল এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে এই হালিমা প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠনের হামলার পরেও চিন কড়া ভাষায় তার নিন্দা করেনি বলে সম্প্রতি উষ্মাপ্রকাশ করেন চিনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। এই নিয়ে সরাসরিই নিজেদের হতাশা’র কথা ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর সরকার। তার পরেই এই ঘটনায় দু’দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
❤ Support Us