- বি। দে । শ
- জুন ৮, ২০২৪
গাজা থেকে অপহৃত চার নাগরিককে উদ্ধার করল ইজরায়েলি সেনা

হামাসের হাতে বন্দী চারজন ইজরায়েলি নাগরিককে শনিবার এক বিশেষ অভিযানের পর মধ্য গাজা উপত্যকা থেকে উদ্ধার করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এমনই জানিয়েছে সে দেশের সামরিক বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর সুপারনোভা সঙ্গীত উৎসব থেকে হামাস সন্ত্রাসীরা এদের অপহরণ করেছিল। চারজনই সুস্থ অবস্থায় আছে বলে জানা গেছে। তাদের আরও চিকিৎসা পরীক্ষার জন্য ‘শেবা’ তেল–হাশোমার মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
সুপারনোভা মিউজিক উৎসব থেকে নোয়া আরগামানি (২৫), আলমোগ মেইর জান (২১), আন্দ্রে কোজলভ (২৭), এবং শ্লোমি জিভ (৪০) নামে চারজন ইজরায়েলিকে অপহরণ করে হামাসরা। আইডিএফ, আইএসএ এবং ইজরায়েল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার মধ্য গাজা উপত্যকার নুসিরাতের কেন্দ্রস্থলে ২টি পৃথক স্থান থেকে এই ৪ জন জিম্মিকে উদ্ধার করে। এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ বাহিনী একযোগে মধ্য গাজার নুসিরাতের হামাসের দুটি ঘাঁটিতে অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করেছে।
২৫ বছর বয়সী চিনা বংশোদ্ভূত ইজরায়েলি নাগরিক নোয়া আরগামানিকেও নোভা উৎসব থেকে অপহরণ করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইজরায়েলের চ্যানেল ১২–-এ তা–র বাবা ইয়াকভ আরগামানি কর্তৃক নিশ্চিত হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, নোয়াকে মোটরবাইকে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় ‘আমাকে মারবেন না’ বলে তিনি চিৎকার করছিলেন। উদ্ধার হওয়ার পর একটা ভিডিও ফুটেজে দেখা গেছে, আরগামানি তাঁর বাবার সাথে পুনরায় মিলিত হয়ে একটা গাড়িতে চড়ে হাসছে এবং তাঁকে আলিঙ্গন করছে। শনিবার উদ্ধার অভিযানের খবরের পরপরই এই ভিডিও ভাইরাল হয়।
আইডিএফ শুক্রবার গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালায়। কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনী এক প্রতিবেদনে জানিয়েছে যে, তাদের যুদ্ধবিমান তিনটি ক্লাসরুমে ৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে যেখানে হামাস এবং ইসলামিক জিহাদের প্রায় ৩০ জন জঙ্গি লুকিয়ে ছিল।
❤ Support Us