- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৮, ২০২৪
ইজরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহর এক শীর্ষ নেতা
সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইজরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের একজন জ্যেষ্ঠ কমান্ডার। নিহত কমান্ডারের নাম উইসাম আল-তাউইল। তিনি জাওয়াদ নামেও পরিচিত। উইসাম আল-তাউইল রাদওয়ান ফোর্সের একটি ইউনিটের উপপ্রধান ছিলেন।
লেবাননের গ্রাম মাজদাল সেলমে গাড়িতে করে যাওয়ার সময় ইজরায়েলী বাহিনী তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় উইসাম আল-তাউইলসহ আরও একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকেও তাদের জ্যেষ্ঠ কমান্ডার উইসাম আল-তাউইলের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “এটা খুবই বেদনাদায়ক হামলা। এবার আগুন জ্বলে উঠবে।”
অক্টোবরের প্রথম সপ্তাহে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্তে গুলি বিনিময় করছে ইজরায়েলি সামরিক বাহিনী এবং ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত না হওয়ার জন্য আগেই ইজরায়েলকে সতর্ক করেছিলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। গোষ্ঠীর শীর্ষ নেতা নিহত হওয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘাতের নতুন পর্যায় শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
❤ Support Us