- এই মুহূর্তে দে । শ
- মে ১১, ২০২৩
ইজরায়েলের রকেট হামলায় নিহত ইসলামিক জিহাদের কমান্ড্যার। গাজা স্ট্রিপে হানার নিন্দায় আরব লিগ
যুদ্ধবিরতির জন্যে মধ্যস্থতায় উদ্যোগী মিশর, উদ্বেগ হোয়াইট হাউসের

ফাইল চি্ত্র
ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের সম্পর্কে যে উত্তেজনা দেখা দিয়েছে, আন্তর্জাতিক মহলের আর্জি সত্ত্বেও উত্তেজনা কমেনি। ইসলামিক জিহাদ জানিয়েছে, ইজরায়েলের আক্রমণের শিকার হয়ে গাজা স্ট্রিপে ইসলামিক জিহাদের কমান্ড্যার আলি হাসান ঘালির মৃত্যু হয়েছে। রকেট নিক্ষেপকারী শাখার কমান্ডার ছিলেন তিনি।
গাজা স্ট্রিপে ইজরায়েলি সেনার লাগাতার বোমাবর্ষণ করাতে গত দু’দিনে ইতিমধ্যেই ২২জনেরও বেশি প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। অশান্তি ও হিংসা প্রশমিত না হলে আগামীদিনে মৃতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা।
প্যালস্তাইনের তরফে জানানো হয়েছে, যে ২২জনের ইজরায়েলের হামলার জেরে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পাঁচজন শিশু এবং পাঁচজন মহিলা রয়েছেন। এছাড়া তিনজন জিহাদি কমান্ডার মৃতদের তালিকায় রয়েছেন।
প্যালেস্তাইনের ওপর ইজরায়েল লাগাতারভাবে যে হামলা চালাচ্ছে, তার তীব্র নিন্দা করেছে আরব লিগ। এব্যাপারে আরব লিগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, গাজা স্ট্রিপের ওপর ইজরায়েল যে বিমানহানা চালাচ্ছে, তা বর্বরোচিত।
ইজরায়েল ও গাজার মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে, তা অবিলম্বে প্রশমিত হওয়া প্রয়োজন বলে মনে করে হোয়াইট হাউস। ইসলামিক জিহাদের মুখপাত্র দাউদ শেহাব জানিয়েছেন, ইজরায়েল ও গাজার ভিতর মধ্যস্থতা করে যুদ্ধবিরতির জন্যে সক্রিয় মিশর। ইজরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মিশরের প্রস্তাব বিবেচনা করে দেখছে ইজরায়েল।
এদিকে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পর থেকে গাজা স্ট্রিপ লক্ষ্য করে এপর্যন্ত ইজরায়েল চার শতাধিক রকেট ছুঁড়েছে। এর মধ্যে ১৩০টি রকেট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে।
❤ Support Us