- স | হ | জ | পা | ঠ
- মে ১৫, ২০২৪
আদিত্য-এর লেন্সে ধরা পড়ল সৌরঝড়ের তরঙ্গ
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা জানিয়েছেন, লাদাখের প্যাংগং হ্রদের তীরের আকাশ রঙিন আলোর ছটায় ভরে উঠেছিল, যা লাদাখের ক্ষেত্রে খুবই বিরল

গত ২১ বছরে সবচেয়ে বড় সৌর ঝড়ের তরঙ্গ ধরা পড়েছে ISRO-র সৌরযান আদিত্য L1-র ক্যামেরায়। অত্যন্ত শক্তিশালী সৌর তরঙ্গ নিক্ষেপ করেছে সূর্য, যার অভিমুখ ছিল সরাসরি পৃথিবীর দিকে।
ISRO Captures the Signatures of the Recent Solar Eruptive Events from Earth, Sun-Earth L1 Point, and the Moonhttps://t.co/bZBCW9flT1 pic.twitter.com/SaqGu5LjOV
— ISRO (@isro) May 14, 2024
গত ২১ বছরের সবচেয়ে বড় সৌর ঝড়ের ভয়ঙ্কর মুহূর্তগুলি বন্দী হয়েছে আদিত্য L1-র ক্যামেরায়।ইসরো তাদের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছে। ঘটনাটি ঘটেছে ১১মে থেকে ১৩মে -র মধ্যে। ভারতের স্পেস গবেষণা কেন্দ্র জানাচ্ছে, গত শুক্রবার যে তরঙ্গ সূর্যের দিক থেকে পৃথিবীর দিকে ধেয়ে এসেছে তার প্রভাব পড়েছে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। কিন্তু ভারতীয় উপমহাদেশে তার কোনো প্রভাব পড়েনি। ইসরোর দাবি তাদের মহাকাশ গবেষণা সংক্রান্ত আর্থ অবজারভেটরি বা আর্থ নেভিগেশন সেন্টার গুলিতেও এই ঝড়ের কোনো প্রভাব পড়েনি।
শুক্রবারের সৌর তরঙ্গের কারণে পৃথিবীর যে ভাগ সরাসরি সূর্যের মুখোমুখি সেখানে উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও সঙ্কেত বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রভাবে উত্তর মেরুর আকাশে দেখা গিয়েছিল নানা রঙের খেলা। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ নানা দেশে দেখা গিয়েছিল নর্দার্ন লাইট।বিশেষজ্ঞরা জানালেন সৌর ঝড়ের প্রভাব পড়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে।বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা জানিয়েছেন, লাদাখের প্যাংগং হ্রদের তীরের আকাশ রঙিন আলোর ছটায় ভরে উঠেছিল, যা লাদাখের ক্ষেত্রে খুবই বিরল।
এর আগে ২০০৩ সালে হয়েছিল এমন সৌর ঝড় হয়েছিল, যার নামকরণ করা হয়েছিল ‘হ্যালোইন স্টর্মস’। এর প্রভাবে সুইডেনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দক্ষিণ আফ্রিকায় পাওয়ার ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় জিপিএস স্যাটেলাইট ও গ্রাউন্ড রিসিভারের সাথে যোগাযোগ স্থাপনে সমস্যা সৃষ্টি হয়।
❤ Support Us