Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

সূর্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল সৌরযান আদিত্য এল ১

আরম্ভ ওয়েব ডেস্ক
সূর্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল সৌরযান আদিত্য এল ১

সূর্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল সৌরযান আদিত্য এল ১। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে আদিত্য এল ১ সফল ভাবে চতুর্থ কক্ষপথ পরিবর্তন করে পঞ্চম কক্ষপথে পা রেখেছে। আর পঞ্চম কক্ষপথে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তার গতি আরও বৃদ্ধি পেয়েছে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা টুইটারে জানিয়েছে, ‘‌সৌরযান আদিত্য এল ১ সফলভাবে চতুর্থ কক্ষপথ পরিবর্তম করেছে। বেঙ্গালুরু, মরিশাস ও সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র ও পোর্ট ব্লেয়ারে ইসরোর কেন্দ্র থেকে নজর রাখা হচ্ছে।’‌ এই মুহূর্তে আদিত্য এল ১ পৃথিবীর ২৫৬ কিলোমিটার X ১২১৯৭৩ কিলোমিটার কক্ষপথে চক্কর কাটছে এবং নির্দিষ্ট সময় অন্তর কক্ষপথ পরিবর্তনও করছে। এই  কক্ষপথ পরিবর্তনের পদ্ধতিকে বলা হয় আর্থ বাউন্ড ম্যানুভার, অর্থাৎ কক্ষপথ বদল কৌশল।
এর আগে আদিত্য এল ১ বিনা বাধায় তিনটি কক্ষপথ পরিবর্তন করেছে। ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের পর গত ৩ সেপ্টেম্বর, প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে আদিত্য এল ১। ৫ সেপ্টেম্বর দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করে। এরপর ১০ সেপ্টেম্বর কক্ষপথ রাত আড়াইটে নাগাদ কক্ষপথ বদল করে।১৫ সেপ্টেম্বর ভোররাতে র চতুর্থ কক্ষপথ পরিবর্তন করল। ইসরো জানিয়েছে, সূর্যের পথে আদিত্য এল ১ পরবর্তী কক্ষপথ পরিবর্তন করবে আগামী ১৯ সেপ্টেম্বর, রাত আড়াইটে নাগাদ। পৃথিবীর টান কাটাতে সেটিই হবে সৌরযানের শেষ ধাপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টান কাটিয়ে ফেলার পর পৃথিবী এবং সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। যাত্রাপথে প্রচুর ছবি তুলে পাঠাবে ইসরোর গবেষণা কেন্দ্রে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!