- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৬, ২০২৪
বিশ্ব টেবিল টেনিসে বিশ্বের একনম্বরকে হারিয়ে চমক বাংলা ঐহিকার
গ্রুপ লিগের প্রথম ম্যাচেই বিশ্বের একনম্বর তারকাকে হারিয়ে চমক দিয়েছিলেন ১৫৫ নম্বরে থাকা বাংলার ঐহিকা মুখার্জি। তৃতীয় ম্যাচেও অঘটন। সৃজা আকুলা উড়িয়ে দেন বিশ্বের দু’নম্বর তারকাকে। বিশ্বের এক নম্বর ও দু’নম্বর তারকাকে হারিয়েও শেষরক্ষা হল না। বিশ্ব টেবিল টেনিসের দলগত চ্যাম্পিয়নশিপে গ্রুপ লিগে চিনের কাছে ৩–২ ব্যবধানে হারতে হল ভারতকে।
দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় গ্রুপ লিগের প্রথম ম্যাচে বিশ্বের একনম্ব খেলোয়াড় চিনের সান ইংশাকে ১২–১০, ৩–১১, ১৩–১১ ও ১১–৬ গেমে হারিয়ে ভারতকে ১–০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন ঐহিকা। কিন্তু সেই সুযোগটা নিতে পারেননি ভারতের একনম্বর তারকা মনিকা বাত্রা। দ্বিতীয় ম্যাচে তিনি ৩–১১, ৮–১১, ১৫–১৩, ৭–১১ গেমে হেরে যান বিশ্বের চারনম্বর খেলোয়াড় ওয়াং মানুর কাছে।
এরপর তৃতীয় সিঙ্গলসে বিশ্বের দুই নম্বর তারকা ওয়াং ইডিকে ১১–৭, ১১–৯, ১৩–১১ গেমে হারিয়ে ভারতকে আবার এগিয়ে দেন সৃজা আকুলা। ২–১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় চতুর্থ গেমে খেলতে নেমে আবার হেরে যান মনিকা বাত্রা। তাঁর বিরুদ্ধে ৩–১১, ৬–১১, ১৩–১১, ৯–১১ ব্যবধানে জেতেন সান ইংশা। নির্ণায়ক সিঙ্গলসে ওয়াং মানুর কাছে ৯–১১, ১–১৩, ৬–১১ ব্যবধানে হেরে যান ঐহিকা। প্রথম সিঙ্গলসের মতো নিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে পারেননি তিনি। তবে তাঁর লড়াইয়ে মুগ্ধ সকলে। ২০১০ সালের পর থেকে কোনও বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে দুটি সিঙ্গলসে আগে কখনও হারেনি চিন।
সান ইংশাকে হারাতে পেরে দারুণ খুশি ঐহিকা। তিনি বলেন, ‘বিশ্বের একনম্বর খেলোয়াড়কে হারিয়ে সত্যিই অন্যরকম অনুভূতি হচ্ছে। আজ আমার দিন ছিল। সানও দুর্দান্ত খেলেছে, আমিও খুব ভাল খেলেছিলাম। খেলতে নামার আগে নিজেকে বলেছিলাম, ম্যাচটা উপভোগ করতে।’
❤ Support Us