Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ৪, ২০২৩

প্রেরণা জুগিয়ে নজর কাড়ল কাশ্মীরের খুদে, ইউনেস্কোর সৌজন্যে বিশ্বমঞ্চে বক্তৃতা দান দশ বছরের বিস্ময় বালিকার।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রেরণা জুগিয়ে নজর কাড়ল কাশ্মীরের খুদে, ইউনেস্কোর সৌজন্যে  বিশ্বমঞ্চে  বক্তৃতা দান দশ বছরের বিস্ময় বালিকার।

আন্তর্জাতিক সভায় নিজের বক্তব্য পেশ করতে চলেছে কাশ্মীরের আকসা মাসরাত। সামাজিক প্রচারমাধ্যমে বিভিন্ন অনুপ্রেরণা মূলক ভিডিওর  দৌলতে ইতিমধ্যে জনপ্রিয় বছর দশেকের বালিকা। এখন ইউনেস্কোর সহযোগিতায় তার বক্তব্য শোনার সুযোগ পাবে সমগ্র বিশ্ববাসী।

আকসা কাশ্মীরের বারামুলার সোপোর শহরের বাসিন্দা। স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে সে। সংবাদ সংস্থার খবর, মাত্র ৬ বছর বয়স থেকে সে ইউটিউবে ভিডিও আপলোড শুরু করে। তার প্রথম ভিডিও চিল্লাও কাল্লা আপলোড হওয়ার পরই ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। তারপর থেকে এখনও পর্যন্ত ৫০ এরও বেশি ভিডিও আপলোড করেছে। যার মধ্যে তার আশে পাশের এলাকার প্রাত্যহিক সমস্যা যেমন আছে, তেমনই রয়েছে আঞ্চলিক চাষবাসের বিভিন্ন দিক। খুদে বালিকার সহজ,সরল উপস্থাপন প্রতিটি ভিডিও কনটেন্টকে গড়ে তোলে আকর্ষণীয়। শেয়ারও হয় প্রচুর। তার নিজের তৈরি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ইতিমধ্যেই ৫০,০০০ ছাড়িয়েছে। ৬০০০০ এর বেশি ফলোয়ার তার ফেসবুক পেজেও।

আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখা আকসা জানায়, পড়াশোনার পাশাপাশি ভিডিও কনটেন্ট বানায় সে। অত্যন্ত কঠিন এ কাজ। কিন্তু পড়াশোনার ফাঁকেই অবসর সময় খুজে বার করে এই কাজ করে সে । তার কথায় ইচ্ছা থাকলে কোনো কাজই অসাধ্য নয়।

ইতিপূর্বে তার এই পরিশ্রমকে  স্বীকৃতি দিয়েছে দক্ষিণ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়, তাদের আয়োজিত মঞ্চে ভাষণ দানের সুযোগ দিয়ে। বিষয় ছিল তরুণ প্রজন্মের ওপর সামাজিক প্রচারমাধ্যমের প্রভাব। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ব্যক্তিরা এই ব্যাপারে তাদের বক্তব্য জানাতে এসেছিলেন। তার মধ্যেও খুদে বালিকার সহজ, সাবলীল ও বুদ্ধিদীপ্ত ভাষণ উপস্থিত দর্শকদের বিশেষ নজর কেড়ে নেয়। এখন ইউনেস্কো আর তথ্য ও যোগাযোগ কলেজ আয়োজিত মঞ্চে সে কিভাবে নিজেকে মেলে ধরে তা দেখার অপেক্ষায় তার অনুরাগীরা।


  • Tags:

Read by: 96 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!