- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১২, ২০২৩
ষষ্ঠীর বোধনে কলকাতায় বঙ্গ বিজেপি চাইল শাহকে পেল নড্ডাকে !

আগামী ২০ অক্টোবর অর্থাৎ দূর্গাষষ্ঠীতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বঙ্গ বিজেপি চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুর্গাপুজোর সময় রাজ্যে নিয়ে আসতে। কিন্তু সেটা সম্ভব হল না। শেষ পর্যন্ত বাংলায় আসছেন জে পি নড্ডা। সজল ঘোষের পুজো বা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন জে পি নাড্ডা।
বিজেপি গত তিন বছর ধরেই কলকাতা তথা রাজ্যের দূর্গা পুজোয় অংশগ্রহণ করতে চাইছে। কারণ, কলকাতা ও সংলগ্ন এলাকায় দুর্গোপুজোর আয়োজন শাসক তৃণমূলের হাতেই হয়ে চলেছে। দূর্গা পুজোর এই অনুষ্ঠানে ভাগ বসাতে অনেক দিন ধরেই পরিকল্পনা করছে বিজেপি। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমারদের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে শহরের জনপ্রিয় ও বড় পুজো। ছোটখাটো পুজো কমিটিগুলিও নানা ভাবে তৃণমূল নেতাদের হাতেই রয়েছে। শাসকদলের এই পুজোর ময়দানে মাথা গলাতে চাইছে বঙ্গ বিজেপি। গত বিধানসভা নির্বাচনের আগের পুজোয় সেই চেষ্টায় কোনও খামতি রাখেননি রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে হারের পর সেই প্রচেষ্টা খানিক থিতিয়ে যায়। আগামী বছর লোকসভা ভোট রয়েছে। তার আগে আবার রাজ্যের দুর্গাপুজোর হাত ধরে দলীয় প্রভাব বৃদ্ধির কথা ভাবা ভাবছে বিজেপি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্বের। রাজ্য নেতৃত্ব চেয়েছিলেন, এ বার অমিত শাহ আসুন কলকাতার দূর্গা পুজোয়। কিন্তু সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট থাকায় রাজ্য বিজেপির সেই ইচ্ছা পূরণ হল না। তাই নাড্ডা আসছেন শাহের পরিবর্তে ।
এই মুহূর্তে কলকাতার বড় পুজোর ম্যধ্যে সজল ঘোষের পুজো অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোই একমাত্র বিজেপির পুজো বলে পরিচিত। ২০২১ সালে এই পুজোর উদ্বোধন করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত বছর উদ্বোধন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে খবর, এ বার সজল ঘোষের পুজো উদ্বোধন করবেন জে পি নড্ডা। এ ছাড়াও দলের কেন্দ্রীয় সভাপতির ঘুরে দেখার কথা উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো। তবে নড্ডা শহরের কোন কোন পুজোয় যাবেন, তার চূড়ান্ত তালিকা এখনও হয়নি। দলের তরফে এই বিষয়টি দেখছেন উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ।
এ বছরও দূর্গা পুজো নিয়ে আগের থেকে বাড়তি তৎপর হয়েছে বঙ্গ বিজেপি। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিউমার্কেট থানা এলাকায় একটি দূর্গা পুজোর খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন। শুধু তা-ই নয়, দলীয় সূত্রে খবর, প্রথমে জেলা সভাপতিদের কাছে নির্দেশ পৌঁছেছিল, প্রতিটি জেলার প্রতিটি ব্লকে অন্তত একটি পুজোয় নেতাদের প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকতে হবে। কিন্তু সব ক’টি ব্লকে আদৌ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে রাজ্য বিজেপি-র প্রবল সংশয় আছে। পরে স্থির হয়, রাজ্য জুড়ে অন্তত ১০০টি ব্লকের পুজোয় যাতে নিবি়ড় ভাবে যুক্ত হতে পারেন বিজেপি নেতা-কর্মীরা। পাশাপাশিই রাজ্য নেতৃত্বের চেষ্টা ছিল, নরেন্দ্র মোদি বা অমিত শাহকে যদি কোনও ভাবে রাজ্যে নিয়ে আসা যায়, তা হলে অন্তত লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল অনেকটাই চাঙ্গা রাখা যাবে। তবে মোদি-শাহ নয়, নড্ডাকেই পুজোয় পেতে চলেছে বঙ্গ বিজেপি।
❤ Support Us