Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৫, ২০২৩

প্রধানমন্ত্রী পদে ক্রিস হপকিন্স, নিউজিল্যাণ্ডের আর্থিক মন্দা দূরীকরণই মূল লক্ষ্য বলে ঘোষণা

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রী পদে ক্রিস হপকিন্স,  নিউজিল্যাণ্ডের আর্থিক মন্দা দূরীকরণই মূল লক্ষ্য বলে ঘোষণা

নিউজিল্যাণ্ডের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ক্রিস হিপকিন্স। দেশের ৪১ তম প্রধানমন্ত্রী হলেন তিনি।

মঙ্গলবারই পূর্বতন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন। পরের দিন বুধবার সকালেই ওয়েলিংটনে সিন্ডি কিরো ক্রিস হিপকিন্সকে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করান গভর্নর জেনারেল সিন্ডি কিরো। শপথ গ্রহণের পরই ৪৪ বছরের হিপকিন্স বলেন যে, জীবনের সবথেকে বড় সুযোগ ও দায়িত্ব পেয়ে তিনি অভিভূত। সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তাঁর মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি তাঁর রয়েছে বলে জানালেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, করোনাকালে যে আর্থিক দুরবস্থা দেখা দিয়েছিল তা সমলে দেশের অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য।

উল্লেখ্য, আগের প্রধানমন্ত্রীর আমলে হপকিন্স পুলিশ দপ্তর ও কোভিড মোকাবিলার দায়িত্বে ছিলেন। গত সপ্তাহে জেসিন্ডা পদত্যাগের ঘোষণা করেন। তর পরই হপকিন্সকে আসন্ন নির্বাচনের আগে পর্যন্ত দেশ সামলাবার দায়িত্ব গ্রহণের জন্য মনোনীত করে লেবার পার্টি। নমাস পরে নির্বাচন। নিউজিল্যাণ্ডের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে যে শাসক দল বিরোধী দলের থেকে পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী পদে নতুন মুখ নির্বাচনী বৈতরনী পেরোতে কতটা সহায়তা করতে পারে তাই এখন রাজনৈতিক বিশেষজ্ঞদের আলোচনার মুখ্য বিষয়বস্তু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!