Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩১, ২০২৩

বদলে গেল রাজধানী।অমরাবতী নয়, সৈকত শহর বিশাখাপত্তনমই হবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নতুন ঠিকানা

আরম্ভ ওয়েব ডেস্ক
বদলে গেল রাজধানী।অমরাবতী নয়, সৈকত শহর বিশাখাপত্তনমই হবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নতুন ঠিকানা

বদলে যাচ্ছে অন্ধপ্রদেশের রাজধানীর ঠিকানা। আগামী দিনে উপকূলবর্তী সৈকত শহর বিশাখাপত্তনম থেকেই পরিচালিত হবে অন্ধ্রপ্রদেশের যাবতীয় প্রশাসনিক কাজ।

আজ মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি নয়াদিল্লিতে আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক আল্যায়েন্সের সভার বৈঠক সেরে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সংবাদ সংস্থার খবর, সে সময়ই তিনি অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে বিশাখাপত্তনমের নাম ঘোষণা করেন। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে পুরোনো রাজধানী অমরাবতী ছেড়ে নতুন রাজধানীর বাসভবনে স্থানান্তরিত হবেন। পাশাপাশি বিনিয়োগকারীদের আহ্বান করেছেন আগামী মাসে নতুন রাজধানী বিশাখাপত্তনমে অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস সামিটে অংশগ্রহণ করবার জন্য।

গত বছরের নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশ সরকার একটি আইন এনেছিল যাতে তিনটি রাজধানীর উল্লেখ ছিল। যেমন- প্রশাসনিক রাজধানী হিসেবে থাকবে বিশাখাপত্তনম, বিচারবিভাগীয় রাজধানী হবে কুর্ণুল আর অমরাবতী হবে আইনগত রাজধানী।তবে শেষ পর্যন্ত প্রবল বিতর্কের সম্মুখীন হয়ে এই আইন বাতিল করা হয়। বিবিধ প্রশাসনিক সুবিধার কথা মনে রেখে একটি রাজধানী রাখার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!