Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ৭, ২০২৩

ইরানের কারাগারে অনশনে নোবেল বিজয়ী নার্গিস

আরম্ভ ওয়েব ডেস্ক
ইরানের কারাগারে অনশনে নোবেল বিজয়ী নার্গিস

কারাবন্দি ইরানি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মহম্মদি সোমবার থেকে অনশন শুরু করেছেন। তাঁর চিকিৎসা পরিষেবা  প্রত্যাখ্যান করেছে ইরান প্রশাসন, কারণ তাঁকে গত সপ্তাহে তাঁর হার্ট এবং ফুসফুসের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে দেওয়া হয়নি, কারণ তিনি হাসপাতালে যাওয়ার সময় ইরানে “বাধ্যতামূলক” মাথার স্কার্ফ পরতে অস্বীকার করেছিলেন। ইরানে নারীদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা এবং মানবাধিকার এবং স্বাধীনতা সপক্ষে নার্গিস মহম্মদির লড়াই।

নার্গিস মহাম্মদির অনশনের পিছনে দুটি বিষয়ের কারণ রয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। প্রথমটি হচ্ছে,  অসুস্থ বন্দীদের চিকিৎসা পরিষেবা বিলম্বিত ও অবহেলা করার ইসলামী প্রজাতন্ত্রের নীতি, যার ফলে মানুষের স্বাস্থ্য ও জীবন নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত ইরানি মহিলাদের জন্য ‘মৃত্যু’ বা ‘বাধ্যতামূলক হিজাব’ নীতি।”

নোবেল বিজয়ী নার্গিস মহম্মদি ১৩ বার গ্রেপ্তার হয়েছেন, পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন এবং মোট ৩১ বছরের কারাদণ্ড এবং ১৫৪টি বেত্রাঘাতের শাস্তি পেয়েছেন। নোবেল পুরস্কারের ওয়েবসাইট বলেছে, “তাঁর ব্যক্তিগত সাহসীকত ও দৃঢ়তাই আজ তাঁকে এই সংগ্রামের জন্য অসাধারণ ব্যক্তিগত হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।” প্রসঙ্গত, নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক যুবতী কুর্দি মহিলা নিহত হওয়ার পর ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!