- দে । শ
- জানুয়ারি ২৪, ২০২৪
মমতা যখন বলছেন কংগ্রেসের সঙ্গে বাংলায় সম্পর্ক নেই, তখন কংগ্রেস বলছে মমতা ছাড়া “ইন্ডিয়া” অসম্পূর্ণ
কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোটকে কল্পনাতেও স্থান দেয় না। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তাঁর দলের কোনও সম্পর্ক নেই, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই তৃণমূল সম্পর্কে এমনই বার্তা দিলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ।
বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নেত্রী। আর তৃণমূল ‘ইন্ডিয়া’র অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।’’
বুধবার দুপুরেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তৃণমূলনেত্রী বলেছেন, বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব, না করব, সেটা আফটার ইলেকশন ভাবব’’, তখন জয়রাম রমেশের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
জয়রাম রমেশের দাবি, মমতার পুরো বার্তা না জেনেই বিভিন্ন জায়গায় ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জয়রূমের কথায়, ‘‘মমতাজির পুরো বয়ান হল, আমাদের বিজেপিকে হারাতে হবে। বিজেপিকে হারাতে এক কদমও পিছনে ফেলব না। সেই ভাবনা নিয়েই তো আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করছি।’’
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার রাহুলের “ভারত জোড়ো ন্যায় যাত্রা” পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। অসম-বাংলা সীমান্তের কোচবিহার জেলার বক্সিরহাট হয়ে বাংলায় আসবেন রাহুল গান্ধি। জয়রাম রমেশ বলছেন, ‘লম্বা সফরে বেরোলে রাস্তায় কখনও কখনও ‘স্পিড ব্রেকার’ চলে আসে। কখনও লালবাতি জ্বলে ওঠে (সিগন্যালে)। সেই স্পিড ব্রেকার পার করে এগোতে হয়। সিগন্যালের লাল রং-ও এক সময় হলুদ হয়।
বুধবার হাওড়ার ঢুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাডে বাংলায় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যারপরনাই কটুক্তি শুরু করেছে প্রদোশ কংগ্রেস নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে জয়রাম রমেশের মমতাকে ইন্ডিয়া জোটের স্তম্ভ বলা যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা।
❤ Support Us