Advertisement
  • দে । শ
  • মে ২৪, ২০২৩

পাকিস্তান থেকে আগত অভিবাসীদের পুনর্বাসনে ৪০ বিঘা জমি বরাদ্দ রাজস্থানে

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তান থেকে আগত অভিবাসীদের পুনর্বাসনে ৪০ বিঘা জমি বরাদ্দ রাজস্থানে

জয়সলমির জেলা প্রশাসন মঙ্গলবার পাকিস্তান থেকে আসা শতাধিক হিন্দু অভিবাসীদের পুনর্বাসনের জন্য ৪০ বিঘারও বেশি জমি বরাদ্দের কথা ঘোষণা করেছেন। তাদের বরাদ্দকৃত জমিটি জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মূলসাগরের কাছে অবস্থিত। বুধবার জয়সালমির জেলা কালেক্টর টিনা ডাবির এই ঘোষণা অভিবাসী বিক্ষোভকে প্রশমিত করেছে। আরবান ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা ইউআইটি ১৭ মে দখল বিরোধী অভিযানের অংশ হিসাবে অমরসাগর এলাকায় বেশ কয়েকটি অস্থায়ী বাড়ি ভেঙে ফেলার পরে এবং সেখানে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের উচ্ছেদ করার পরে বিক্ষোভ শুরু হয়েছিল।

বুধবার সাংবাদিক সম্মেলনে টিনা ডাবি বলেন, যদিও বরাদ্দকৃত জমি এখনও পাকিস্তানি অভিবাসী হিসাবেই ওই ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকবে, তবে এই জমি বরাদ্দ শুধুমাত্র তখনই সম্পন্ন হবে যখন তারা ভারতীয় নাগরিকত্ব পাবে।

“জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে খসরা নং ৭২ এবং ৭৩-এ ৪০ বিঘা জমি, অমরসাগরে সরকারি জমি থেকে উচ্ছেদ করা পাকিস্তানি হিন্দু পরিবারদের পুনর্বাসনের জন্য বরাদ্দ করা হয়েছে”, বলে টিনা ডাবি জানান।

“জেলা প্রশাসন সেখানে বসবাসকারী সমস্ত পাকিস্তানি বহিরাগতদের একটি তালিকা তৈরী করবে এবং ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্কে (SIDBI) তাদের অ্যাকাউন্টগুলি প্রথমে যাচাই করা হবে। খতিয়ে দেখা হবে,  দীর্ঘমেয়াদী ভিসায় বসবাসকারী পরিবারের সংখ্যা কত এবং কতজন এই তালিকায় আছেন, সেটাও খতিয়ে দেখা হবে। এর মধ্যে যাঁরা নাগরিকত্ব পেয়েছেন, যাদের নাগরিকত্ব আছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে জমি বরাদ্দ করা হবে, অন্যদের আবেদন করার পর জমি প্রদানের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে”, বলে তিনি জানান।

তিনি আরও বলেন, পুনর্বাসনের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করতে এবং বিষয়টি সম্পর্কিত অন্যান্য সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে গঠিত বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য কমিটি তৈরী করা হয়েছিল। এই কমিটিই এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, পরবর্তী প্রক্রিয়াও এই কমিটি পর্যবেক্ষণ করবে।

ডাবি আরও বলেন, জেলা প্রশাসন জমি বরাদ্দ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ‘রেন বসেরা’ নামে পরিচিত সরকারি আশ্রয় কেন্দ্রে হিন্দু অভিবাসীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, এই বাসস্থানে পর্যাপ্ত জল এবং বিদ্যুৎ সরবরাহও থাকবে, যা প্রতিবেশী ভিল বস্তির একটি জমিতে পাকিস্তানি অভিবাসীদের থাকার পক্ষে সহায়ক হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!