- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৯, ২০২৪
ইতিহাস গড়ে ৭০০ উইকেটের ক্লাবে জেমস অ্যান্ডারসন
ইতিহাস গড়লেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। বিশ্বের প্রথম জোরে বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে গেলেন। সবমিলিয়ে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। তাঁর আগে ৭০০ উইকেটের মালিক হয়েছেন শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলিথরন। আরো একটা নজির গড়েছেন অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী এই জোরে বোলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ওয়ার্ন ও মুরালির দুজনেই ৭০০ উইকেট পেয়েছেন ৪০ বছরের কম বয়সে।
ঝুলিতে ৬৯৮ উইকেট নিয়ে ধরমশালায় ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টে খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। দ্বিতীয় দিনে শুভমান গিলকে তুলে নিয়ে ৬৯৯ উইকেটে পৌঁছে যান। আজ কুলদীপ যাদবকে আউট করে ৭০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান জেমস অ্যান্ডারসন। ধরমশালায় নিজের বাবা–মার সামনেই তিনি অনন্য নজির গড়েন। ৭০০ উইকেটে পৌঁছে তিনি বলটা গ্যালারির দিকে তুলে ধরেন।
১৮৭ টেস্টে ৭০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন অ্যান্ডারসন। প্রথম ৭০০ উইকেটের মালিক হন শেন ওয়ার্ন। ওয়ার্নের রেকর্ড ভেঙে দেন মুথাইয়া মুরলিথরন। ১১৩ টেস্টে তাঁর সংগ্রহ ৮০০ উইকেট। অন্যদিকে, ১৪৪ টেস্টে শেন ওয়ার্নের সংগ্রহ ৭০৮ উইকেট। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অনিল কুম্বলে। তাঁর ঝুলিতে রয়েছে ৬১৯ উইকেট। ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার স্টুয়ার্ট ব্রডের ১৬৭ টেস্টে উইকেটসংখ্যা ৬০৪। জোরে বোলারদের মধ্যে তিনিই রয়েছেন দ্বিতীয় স্থানে।
❤ Support Us