Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১২, ২০২৪

পেস বোলিংএ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক অ্যান্ডারসন, ক্যারিয়ারের শেষ ম্যাচে নিলেন চার উইকেট

আরম্ভ ওয়েব ডেস্ক
পেস বোলিংএ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক অ্যান্ডারসন, ক্যারিয়ারের শেষ ম্যাচে নিলেন চার উইকেট

আর কখনও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না জেমস অ্যান্ডারসনকে। ২২ বছরের আন্তর্জার্তিক ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি ঘটল ইংল্যান্ডের এই জোরে বোলারের। অনেক আগেই একদিনের ও টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। শুক্রবার খেলে ফেললেন জীবনের শেষ টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লর্ডসে সিরিজের প্রথম টেস্টেই ইতি ঘটল অ্যান্ডারসনের ক্রিকেটজীবনের।

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটের মধ্যে দিয়ে আন্তর্জার্তিক ক্রিকেটে অভিষেক। পরের বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট অভিষেক। ২০১৫ সালে দেশের হয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। আর শেষ টি২০ ম্যাচ খেলেন তারও বছর ছয়েক আগে। লাল বলের ক্রিকেটে বাড়তি ফোকাস করার জন্যই দুই ঘরানার ক্রিকেট থেকে সরে দাঁড়ান। এবার টেস্ট জীবনেও ইতি টানলেন অ্যান্ডারসন। ১৮৮ টেস্ট ম্যাচে উইকেট নিয়েছেন ৭০৪টি। জীবনের শেষ টেস্টেও ৪ উইকেট। আরও একটা উইকেট পেতেই পারতেন, নিজের বোলিংয়ে গুডাকেশ মোতির ক্যাচ মিস না করলে।

ম্যাচ শেষে সতীর্থ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা, লর্ডসের হাজার হাজার দর্শক কুর্নিশ জানাতে ভোলেননি ইংল্যান্ড ক্রিকেটের কিংবদন্তিকে। আবেগে ভেসে যাচ্ছিলেন অ্যান্ডারসনও। তবে আক্ষেপও রয়ে গেছে। আর সেটা গুডাকেশ মোতির ক্যাচ ফেলা নিয়ে। অ্যান্ডারস বলছিলেন, ‘‌সপ্তাহটা দুর্দান্ত কাটালাম। সকলে যেভাবে আমাকে সম্মান দিয়েছে, দারুণ খুশি। গোটা ক্রিকেটজীবনে যা অর্জন করেছি, তাতে আমি খুশি।’‌ জীবনের ষেশ ম্যাচ হলেও নিজের আবেগ ধরে রেখেছিলেন অ্যান্ডারসন। তিনি বলেন, ‘‌আবেগ ধরে রাখতে সক্ষম হয়েছি। সকলে যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, ব্যাপারটা আমার কাছে আরও আবেগের হয়ে উঠেছিল। আমি গর্বিত। চোটমুক্ত থেকে ২২ বছর ধরে ক্রিকেট খেলাটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য।’‌

শেষদিনে অ্যান্ডারসন আবেগের কাছে ম্যাচের ফল ছিল গৌন। দ্বিতীয় দিনেই ইংল্যান্ডের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। ইনিংস ও ১১৪ রানে জিতে অ্যান্ডারসনের বিদায়বেলা স্মরণীয় করে রাখলেন বেন স্টোকসরা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১২১। ৪৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন গাস অ্যাটকিনসন। ২৬ রানে ১ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। ইংল্যান্ড তোলে ৩৭১। দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৬১ রানে ৫ উইকেট নেন অ্যাটকিনসন, ৩২ রানে ৩ উইকেট অ্যান্ডারসনের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!