Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৭, ২০২২

‌ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কার্গিলের দ্রাসের জামিয়া মসজিদ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কার্গিলের দ্রাসের জামিয়া মসজিদ

বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে জম্মু ও কাশ্মীরের দ্রাসের কাদিম হানফিয়া জামিয়া মসজিদ। আগুন নিভিয়ে ফেলা হলেও মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার সন্ধ্যায় কার্গিলের দ্রাসের জামিয়া মসজিদে আগুন লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুন এতটাই মারাত্মক ছিল যে, সাধারণ মানুষের পক্ষে আয়ত্বে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। খবর দেওয়া হয় সেনাবাহিনী ও আপদকালীন বিভাগকে। পরে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার ও ইমার্জেন্সি বিভাগের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ব্যাপক ক্ষতি হয়।
মসজিদের একজন কর্মকর্তা নিউজ এজেন্সিকে বলেছেন যে ‘‌হামাম’‌ থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো কাদিম হানফিয়া জামিয়া মসজিদ শরীফকে গ্রাস করে। দ্রাসে অগ্নিনির্বাপক বিভাগ না থাকায় তীব্র ক্ষোভ জানিয়েছেন জামিয়া মসজিদের একজন তত্ত্বাবধায়ক। তিনি বলেছেন, ‘‌কাদিম হানফিয়া জামিয়া মসজিদ দ্রাসের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে অন্যতম। এখানে দুর্ভাগ্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। দ্রাস একটি সংবেদনশীল অঞ্চল। কিন্তু আরও দুঃখের বিষয় হল এখানে কোনও একক ফায়ার সার্ভিস নেই। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন কিছুই শিক্ষা নেয়নি।’‌ সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকল বিভাগের প্রাথমিক অনুমান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!