- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৬, ২০২৪
বুধবার প্রথম দফার ভোট ভূস্বর্গে। শেষদিনে শাহ সফর জম্মু–কাশ্মীরে, প্রচার তুঙ্গে রাজনৈতিক দলগুলোর

জম্মু–কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। প্রচারের শেষ দিনে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে। শেষ নির্বাচনী প্রচারে আজই কিশতওয়ার জেলায় সমাবেশে হাজির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগামী ১৮ সেপ্টেম্বর, বুধবার প্রথম দফায় ৭টি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে বুধবার ভোটগ্রহণ। জেলাগুলি হল ডোডা, কিশতওয়ার, রামবান, অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ান। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট যথাক্রমে আগামী ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। গণনা ৮ ই অক্টোবর। নির্বাচনী বিধি অনুসারে আজ সন্ধে ৬টায় প্রচারাভিযান শেষ হবে। শেষ নির্বাচনী প্রচারে কিশতওয়ার জেলায় ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। বিজেপি–র আশা জেলার তিনটি বিধানসভা কেন্দ্রেই তারা জিতবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী জনসভা ঘিরে কিশতওয়ার জেলায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিশতওয়ার শহর ও আশপাশের এলাকায় প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। শহরের প্রতিটি কোণে নিরাপত্তা বাহিনী দৃশ্যমান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমে মাচেল মাতা চণ্ডীর দরবারে প্রণাম জানান। এরপর পাদারের গুলাবগড়ে একটি জনসভায় ভাষণ দেন। তাঁর সঙ্গে রয়েছেন পাদার নাগাসাইনি প্রার্থী সুনীল শর্মাও।
এদিকে, আওয়ামি ইত্তেহাদ পার্টি এবং জামাত–ই–ইসলামি আসন্ন জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য একসঙ্গে ময়দানে নেমেছে। রবিবার যৌথ বৈঠকে উভয় সংগঠনের প্রধান নেতারা উপস্থিত ছিলেন। এক যৌথ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আওয়ামি ইত্তেহাদ পার্টি এবং জামাত–ই–ইসলামি জম্মু ও কাশ্মীরের জনগণের স্বার্থে কৌশলগত জোটে একত্রিত হয়েছে। আওয়ামি ইত্তেহাদ পার্টির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সুপ্রিমো এবং সাংসদ শেখ আবদুল রশিদ, দলের প্রধান মুখপাত্র ইনাম–উন–নবী। জামাত–ই–ইসলামি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন গোলাম কাদির ওয়ানির।’
নির্বাচনী প্রচারের শেষ দিনে ডোডা বিধানসভা কেন্দ্রের দলের প্রার্থী মেহরাজ মালিকের সমর্থনে প্রচার করতে সোমবার জম্মু ও কাশ্মীরে এসেছিলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। নির্বচনী প্রচীরে তিনি ভারতীয় জনতা পার্টির কঠোর সমালোচনা করেন। বিজেপি–র বিরুদ্ধে গণতন্ত্রকে বিনষ্ট করার ও এলাকায় রাজ্যপালের শাসন জারি করার অভিযোগ করেন। তিনি এক্স–এ লিখেছেন, ‘আজ জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারের শেষ দিন। বিজেপি এখানে গণতন্ত্র শেষ করেছে এবং রাজ্যপালের শাসন চালাচ্ছে। লাদাখ হোক, জম্মু বা কাশ্মীর, প্রতিটি অঞ্চলের মানুষ অসন্তুষ্ট। এবং তাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি।’ আম আদমি পার্টি জম্মু ও কাশ্মীরের ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ন্যাশনাল কনফারেন্সের সহ–সভাপতি ওমর আবদুল্লা রবিবার নির্বাচনী প্রচারে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতিকে আক্রমণ করে বলেছেন, তিনি জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করা ছাড়া কিছুই করেননি। ওমর আবদুল্লা দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় সাংবাদিকদের বলেন, ‘মেহবুবা মুফতি জম্মু ও কাশ্মীরকে ধ্বংস করেছেন। যদি কেউ জম্মু ও কাশ্মীরে বিজেপিকে আনতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে, তারা হল পিডিপি এবং তার নেতৃত্ব।’
❤ Support Us