Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২৫, ২০২৪

কড়া নিরাপত্তায় দ্বিতীয় দফার ভোট জম্মু ও কাশ্মীরে, বিচ্ছিন্নতবাদী অধ্যুষিত এলকায় উৎসাহ কম

আরম্ভ ওয়েব ডেস্ক
কড়া নিরাপত্তায় দ্বিতীয় দফার ভোট জম্মু ও কাশ্মীরে, বিচ্ছিন্নতবাদী অধ্যুষিত এলকায় উৎসাহ কম

জম্মু ও কাশ্মীরের বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহন শুরু হয়েছে। আজ ৬টি জেলার ২৬টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অধিকাংশ বিধানসভা এলাকাই বিচ্ছিন্নতাবাদী। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই কিছু কিছু কেন্দ্রে ভোটারদের মধ্যে তীব্র উৎসাহ রয়েছে। সেই সব কেন্দ্রে ভোটের লাইনে লম্বা ভিড়। তবে বিচ্ছিন্নতবাদী অধ্যুষিত এলকায় উৎসাহ কম।
দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ২৬ লাখ ভোটার আজ ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। যে আসনগুলিতে ভোটগ্রহন চলছে, সেগুলি হল কাঙ্গন (তপশিলী জাতি সংরক্ষিত), গান্ডারবাল, হজরতবাল, খানিয়ার, হাব্বাকাদল, লাল চক, চন্নাপোরা, জাদিবাল, ঈদগাহ, সেন্ট্রাল শালতেং, বুদগাম, বিয়ারওয়াহ, খানসাহেব, চর-ই-শরীফ, চাদুরা এবং গুলাবগড় (তপশিলী জাতি সংরক্ষিত)। এছাড়া রিয়াসি, শ্রী মাতা বৈষ্ণো দেবী, কালাকোট–সুন্দরবানি, নওশেরা, রাজৌরি (তপশিলী জাতি সংরক্ষিত), বুধল (তপশিলী জাতি সংরক্ষিত), থান্নামান্ডি (তপশিলী জাতি সংরক্ষিত), সুরনকোট (তপশিলী জাতি সংরক্ষিত), পুঞ্চ হাভেলি এবং মেনধার (তপশিলী জাতি সংরক্ষিত) আসনগুলিতেও নির্বাচন হচ্ছে।
দ্বিতীয় দফার নির্বাচনে উত্তেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লা। তিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটা গান্ডারবাল ও অন্যটি বুদগাম। এছাড়া অন্যান্য বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন নওশেরা বিধানসভা আসনে জম্মু ও কাশ্মীর বিজেপি–র প্রধান রবিন্দর রায়না এবং সেন্ট্রাল শালতেং আসন থেকে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক হামিদ কারারা।
দ্বিতীয় পর্বের নির্বাচনে ২৬টি আসনের মধ্যে ১৫টি মধ্য কাশ্মীরে অবস্থিত, যেখানে একসময় বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি ছিল। শ্রীনগরের আশেপাশের এলাকাগুলিতেও বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব আছে বলে মনে করা হয়। খানিয়ার, জেদবাল, লাল চক, ঈদগাহ হজরতবালের মতো বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকায় ভোটের হার বরাবরই কম থাকে। এবারও এলাকাগুলিতে ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত সেভাবে উৎসাহ দেখা যায়নি।
১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল বেশি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে সাতটি জেলায় ২৬টি আসনে ৬১.‌১৩ শতাংশ ভোট পড়েছে। ২০১৪ সালে যা ছিল ৬৬ শতাংশ। ১ অক্টোবর তৃতীয় দফার ভোট হবে। ৮ অক্টোবর গননা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!